আজ সকাল থেকেই দেশের নজরে রয়েছে বিহারের বিধানসভা ভোট। করোনা অতিমারীর আবহে দ্বিতীয় দফায় আজ বিহারে ভোটগ্রহণ চলছে। বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৫১.৬৮ শতাংশ। আজ বিহারের ৯৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। প্রায় ১৫০০ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। প্রার্থীদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম লালুপুত্র-তেজস্বী যাদব, তেজপ্রতাপ। বিরোধীদের মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী এবার বিহার ভোটের প্রচারপর্বে তাক লাগিয়েছেন।
এদিকে, মঙ্গলবার মধুবানির হরলখিতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নির্বাচনী সমাবেশ চলাকালীন নীতিশ কুমারের দিকে পেঁয়াজ ছোঁড়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
বিহারে এনডিএ সরকারকে ধরে রাখতে মরিয়া স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েকদিন ধরে ভোটের প্রচারে সে রাজ্যে ঝড় তুলেছেন নমো। প্রচারে গিয়ে বিরোধীদের রীতমতো তুলোধনা করেছেন মোদী। সম্প্রতি এক সভায় তেজস্বী যাদব এবং রাহুল গান্ধীকে ‘ডবল যুবরাজ’ কটাক্ষ করে নমো বলেছেন, “এনডিএ এই জোড়া যুবরাজকে উত্তরপ্রদেশে হারিয়েছে, এবার বিহারেও হারাবে’’। মোদীবাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছেন তেজস্বীও।
আরও পড়ুন: তেজস্বীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কুকথা-ব্যক্তিগত আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর
এদিকে, এবার বিহারে ভোটের ময়দানে নজরে রয়েছেন এলজেপির চিরাগ পাসোয়ান। খাগারিয়ায় এদিন সাতসকালেই ভোট দিতে দেখা গিয়েছে চিরাগকে।
অন্য়দিকে, আজ ফের ভোট প্রচারে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে শেষদফার ভোটের আগে আজ প্রচার সারবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।
করোনায় প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনেই প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল বিহারে। দ্বিতীয় দফার ভোটেও সবরকম সুরক্ষাবিধি মেনে চলা হচ্ছে। বিহারে প্রথম দফায় ভোট পড়েছিল ৫৫.৬৯ শতাংশ। গত ২৮ অক্টোবর প্রথম দফায় ৭১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন