বিহারে বেকায়দায় নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নীতীশ বাহিনীকে টেক্কা দিয়ে ক্ষমতায় ফিরছে মহাজোট। এগজিট পোলের ফলাফলে এমন আভাসই মিলছে। অধিকাংশ এগজিট পোলের ফলেই দেখা যাচ্ছে, এনডিএ শিবিরকে টেক্কা দিয়েছে মহাজোট। তবে, বিহারের নির্বাচনের ফল ত্রিশঙ্কু হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা।
টাইমস নাও-সি ভোটারের এগজিট পোল অনুযায়ী, বিহারে এনডিএ পেতে পারে ১১৬টি আসন, মহাজোট পেতে পারে ১২০টি আসন, এলজেপি ১টি আসন পেতে পারে। অন্য়রা পেতে পারে ৬টি আসন।
অন্য়দিকে, ইন্ডিয়া টিভি’র এগজিট পোল দেখে বোঝা যাচ্ছে, বিহারে এনডিএ বনাম মহাজোটের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এনডিএ পেতে পারে ১১২টি আসন। মহাজোট পেতে পারে ১১০টি আসন।
রিপাবলিক টিভি-জন কি বাত এগজিট পোল অনুযায়ী, এনডিএ-র ঝুলিতে থাকবে ৯১-১১৭টি আসন। মহাজোটের হাতে থাকতে পারে ১১৮-১৩৮টি আসন, এলজেপি জিততে পারে ৫-৮টি আসন। অন্য়রা জিততে পারে ৩-৬টি আসনে।
আরও পড়ুন: “১০ নভেম্বরের পর তেজস্বীর কাছে মাথা নত করবেন নীতীশ!”, কটাক্ষ চিরাগের
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
টিভি নাইন ভারতবর্ষের এগজিট পোল অনুযায়ী, এনডিএ পেতে পারে ১১০-১২০টি আসন, মহাজোট পেতে পারে ১১৫-১২৫টি আসন, অন্য়রা পেতে পারে ১৩-১৮টি আসন।
নীতীশ কুমারকে টেক্কা দিতে চলেছেন তেজস্বী যাদব। ইন্ডিয়া টিভি অ্য়াক্সিস পোল অনুযায়ী, ৪৪ শতাংশ ভোটারই তেজস্বীকে বিহারের মুখ্য়মন্ত্রী হিসেবে চান। নীতীশ কুমারকে মুখ্য়মন্ত্রী হিসেবে চান ৩৫ শতাংশ ভোটার। চিরাগ পাসওয়ানকে মুখ্য়মন্ত্রী হিসেবে চান ৭ শতাংশ ভোটার।
আরও পড়ুন: বাঁধভাঙা ভিড় তেজস্বীর সভায়, হেলিকপ্টার ঘিরে জনতার উচ্ছ্বাস, ভাইরাল ভিডিও
এবার বিহারের নির্বাচনে এনডিএ বনাম মহাজোটের যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তার আন্দাজ মিলেছে এগজিট পোলের ফলাফলে। একে অপরের ঘাড়ে কার্যত নিঃশ্বাস ফেলছে দুই শিবির। ২৪৩ আসনের বিহার বিধানসভায় জেতার জন্য় প্রয়োজন ১২২টি আসন।
আগামী ১০ নভেম্বর বিহারে ভোটগণনা। এগজিট পোলের ফলাফল আদতে মেলে কিনা সেটাই দেখার।
আজই শেষ হয়েছে তৃতীয় দফার নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এদিন বিহারে ভোট পড়েছে ৫৫.২২ শতাংশ
এগজিট পোল কেন গুরুত্বপূর্ণ? নির্বাচনের ফল কী হতে চলেছে, তার একটা আগাম আভাস মেলে এই বুথ ফেরত সমীক্ষায়। তবে সবসময় যে এগজিট পোলের ফলের সঙ্গে নির্বাচনের ফল মেলে তার কোনও গ্যারান্টি নেই। প্রসঙ্গত, এ দেশে এগজিট পোল অনেক ক্ষেত্রেই নির্ভরযোগ্য নয় বলে অতীতে প্রমাণিত হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে নির্বাচনের ফল সম্পর্কে ভুল ভবিষ্যদ্বাণীর উদাহরণও রয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন