Advertisment

‘ইভিএম নয়, এমভিএম, মানে মোদী ভোটিং মেশিন’, কটাক্ষ রাহুলের

‘‘ইভিএম? এটা ইভিএম নয়। এটা এমভিএম, মানে মোদী ভোটিং মেশিন...এবার বিহারে তরুণরা রেগে রয়েছেন। ফলে, ইভিএম হোক বা এমভিএম, মহাজোট জিততে চলেছে’’।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi, রাহুল গান্ধী

রাহুল গান্ধী।

‘ইভিএম নয়, এটা আসলে এমভিএম, মোদী ভোটিং মেশিন’, বিহারে নির্বাচনী প্রচারে এবার এ ভাষাতেই মোদীবাহিনীকে কটাক্ষ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একইসঙ্গে রাহুলের সংযোজন, বিহারে এবার এনডিএ-জেডিইউ সরকারকে ক্ষমতাচ্য়ুত করবে মানুষ। কারণ, বিহারবাসী এবার রেগে রয়েছেন।

Advertisment

কর্মসংস্থান ইস্য়ুতে এদিন আরারিয়াতে নীতীশ কুমারকে একহাত নিয়েছেন রাহুল। এ প্রসঙ্গে
রাগা বলেছেন, ‘‘এবার নীতীশজি যখন সভায় বক্তব্য় রাখছেন, তরুণরা ওঁকে জিজ্ঞেস করছেন, আমাদের চাকরি কোথায়। আর নীতীশজি তাঁদের হুমকি দিচ্ছেন এবং বলছেন, আপনাদের ভোট দরকার নেই...উনি বিহারের সব তরুণকে বলছেন...যে আমি আপনাদের ভোট চাই না...ঠিকই আছে, উনি ভোট পাবেন না। বিহারের তরুণরা ওঁকে ভোট দেবেন না’’।

আরও পড়ুন: সংসদের দুই কক্ষে জমি হারাচ্ছে কংগ্রেস, নাম না করে তুমুল আক্রমণ মোদীর

এরপরই জনতার মধ্য়ে কেউ একজন চিৎকার করে বলে ওঠেন, ইভিএম। এরপরই রাহুল বলেন, ‘‘ইভিএম? এটা ইভিএম নয়। এটা এমভিএম, মানে মোদী ভোটিং মেশিন...এবার বিহারে তরুণরা রেগে রয়েছেন। ফলে, ইভিএম হোক বা এমভিএম, মহাজোট জিততে চলেছে’’।

মোদী ও নীতীশ কুমারকে নিশানা করে রাহুল আরও বলেছেন, ‘‘কেউ মোদীজিকে নিয়ে বলেন, আবার কেউ নীতীশজিকে নিয়ে বলেন। সত্য়টা হল , দু'জনেই এক। কারণ, নীতীশজি মোদীজিকে সাহায্য় করেন আর নীতীশ কুমারকে মুখ্য়মন্ত্রী বানান মোদী। ফলে, কোনও ভুল বোঝাবুঝির জায়গা নেই...’’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rahul gandhi Bihar Elections
Advertisment