Advertisment

Lok Sabha Election 2019: বিজেপিকে ছেড়ে কি কংগ্রেসের সঙ্গে আপনা দল?

2019 Lok Sabha Elections:‘‘বিজেপির সঙ্গে আমাদের কিছু সমস্যা হয়েছে। সমস্যার কথা আমরা শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলাম। ওঁদের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছিলাম। কিন্তু ওঁরা সমস্যার সমাধান নিয়ে একটা কথাও বলেলনি।’’

author-image
IE Bangla Web Desk
New Update
Anupriya Patel , অনুপ্রিয়া প্যাটেল

অনুপ্রিয়া প্যাটেল। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

General Election 2019: বিজেপির ধুকপুকানি বাড়াল আপনা দল। উনিশের ভোটের লড়াইয়ে উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধছে এই এনডিএ শরিক? এই জল্পনাই এবার উসকে দিল খোদ আপনা দল। পশ্চিম উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রধান জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল ও ওয়ার্কিং প্রেসিডেন্ট আশিস প্যাটেলের বৈঠক ঘিরে জোর চর্চা শুরু রাজনৈতিক মহলে। এদিকে, কংগ্রেস-আপনা দলের বৈঠকের পরই আপনা দলের শীর্ষ নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতারা। সমস্যা মেটানোর প্রতিশ্রুতিও দিয়েছে পদ্মবাহিনী।

Advertisment

বিজেপির সঙ্গে আপনা দলের মন কষাকষি শুরু কয়েক সপ্তাহ আগে। কেন্দ্রীয় সরকার ও বিজেপি তাদের অবহেলার চোখে দেখছে, এই অভিযোগ তুলে সরব হয়েছে আপনা দল। নিজেদের সমস্যা সমাধানের জন্য বিজেপিকে ২০ ফেব্রুয়ারি ডেডলাইন দিয়েছিল আপনা দল। বুধবারই সেই ডেডলাইনের মেয়াদ শেষ হয়। তারপরই যেভাবে কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে বৈঠক সেরেছেন আপনা দলের শীর্ষ নেতৃত্ব, তাতে বিজেপি চাপে পড়েছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আরও পড়ুন, সেনা-পদ্ম জোট অটুট, মহারাষ্ট্রে চূড়ান্ত ২৫-২৩ ফর্মুলা

এ প্রসঙ্গে বৃহস্পতিবার বরেলিতে অনুপ্রিয়া প্যাটেল বলেন, ‘‘বিজেপির সঙ্গে আমাদের কিছু সমস্যা হয়েছে। সমস্যার কথা আমরা শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলাম। ওঁদের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছিলাম। কিন্তু ওঁরা সমস্যার সমাধান নিয়ে একটা কথাও বলেলনি। যে দেখে বোঝাই যাচ্ছে, শরিকদের অসন্তোষ নিয়ে বিজেপি মাথা ঘামায় না। সমস্যা সমাধানে ওঁরা ইচ্ছুক নন। তাই আপনা দল তার নিজের মতো সিদ্ধান্ত নেবে।’’

আরও পড়ুন, Lok Sabha Election 2019: তামিলনাড়ুতে কংগ্রেসের ‘হাত’ ধরল ডিএমকে


আশিস প্যাটেল শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘‘আমরা চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ২০১৯ সালে এনডিএ সরকার গড়ুক। আমরা চেষ্টা করেছিলাম। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছিলাম। কিন্তু আমাদের সমস্যা নিয়ে ওঁরা একটাও কথা বললেন না। এখন আমরা যে কোনও সিদ্ধান্ত নিতে পারি। ২৮ ফেব্রুয়ারি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক রয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’’

আপনা দলের নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক প্রসঙ্গে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ‘‘রাজনীতিতে বরাবরই বিকল্প পথ থাকে।’’ অন্যদিকে, জোট ভাঙার আশঙ্কা উড়িয়ে উত্তরপ্রদেশের বিজেপি নেতা গর্ডন জাদাফিয়া বলেছেন, ‘‘আমরা প্রায়ই নিজেদের মধ্যে আলোচনা করি। কোনও সমস্যাই নেই। জোট অটুট রয়েছে।’’ তিনি এও জানান যে, সব শরিকরাই বিজেপির সঙ্গে রয়েছেন।

Read the full story in English

bjp CONGRESS lok sabha 2019 General Election 2019
Advertisment