বুধবার জোট ঘোষণা করতে গিয়ে ডিএমকে প্রধান জানিয়েছেন, তামিলনাড়ুতে ৯টি আসনে লড়বে কংগ্রেস। একইসঙ্গে পুদুচেরিতে একটিমাত্র আসনও কংগ্রেসের জন্য রেখেছে ডিএমকে। এদিন স্ট্যালিন বলেন, ”তামিলনাড়ুতে কংগ্রেসকে ৯টি আসন ও পুদুচেরিতে একটি আসন দেওয়া হয়েছে।” অন্যদিকে, ডিএমকে নেতৃত্বাধীন জোটে এবার সিপিএম, সিপিআই, এমডিএমকে, মুসলিম লিগ-সহ ৭টি দলও শামিল হতে পারে।
আরও পড়ুন, Lok Sabha Election 2019: তামিলনাড়ু-পুদুচেরিতে চূড়ান্ত বিজেপি-এআইএডিএমকে জোট
ডিএমকে-র সঙ্গে জোট ঘোষণার আগে তামিলনাড়ুতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন কংগ্রেস সভাপতি। যে আলোচনায় ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ও সে রাজ্যের কংগ্রেস প্রধান কে এস আলাগিরি।
উল্লেখ্য, ২০০৯ সালের নির্বাচনে ডিএমকে-র সঙ্গে জোট করে ১৬টি আসনে লড়েছিল কংগ্রেস। যদিও সেসময় ছোটো দলগুলি জোটে শামিল হয়নি। ২০১৪ সালের নির্বাচনে কংগ্রেস ও ডিএমকে আলাদা ভাবেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
প্রসঙ্গত, বিজেপি-এআইএডিএমকে জোট ঘোষণা করে কেন্দ্রীয় রেলমন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গোয়েল মঙ্গলবার জানান, তামিলনাড়ুতে ৫টি আসনে লড়াই করবে বিজেপি। উল্লেখ্য, এ রাজ্যে লোকসভার মোট আসন সংখ্যা ৩৯। একদিকে, বিজেপি-এআইএডিএমকে জোট, অন্যদিকে কংগ্রেস-ডিএমকে, লোকসভা ভোটে দক্ষিণের সে রাজ্যে দুই জোট শিবিরের মধ্যে জোর টক্কর হবে বলে মত ওয়াকিবহাল মহলের।
Read the full story in English