Advertisment

Lok Sabha Election 2019: তৃণমূলের বিরুদ্ধে দলীয় কর্মীদেরকে আক্রমণের অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি

"ওরা গণতন্ত্রের সাংবিধানিক মূল্যবোধে বিশ্বাস করে না। সে কারণেই এখানে গুণ্ডারাজ চলছে। প্রতি দফার নির্বাচনেই বড় রকমের হিংসা ছড়াল।  একটা বিষয় খুব স্পষ্ট, দিদির এই  ঔদ্ধত্ত ২৩ মে'র পর আর থাকবে না", বললেন নাকভি।

author-image
IE Bangla Web Desk
New Update
bharati ghosh, loksabha election 2019, ভারতী ঘোষ, লোকসভা নির্বাচন ২০১৯

ভারতী ঘোষ। ছবি: ফেসবুক।

কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি রবিবার বিজেপির সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করলেন নির্বাচন কমিশনে। "তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গ গুণ্ডাদের বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisment

"ওরা গণতন্ত্রের সাংবিধানিক মূল্যবোধে বিশ্বাস করে না। সে কারণেই এখানে গুণ্ডারাজ চলছে। প্রতি দফার নির্বাচনেই বড় রকমের হিংসা ছড়াল।  একটা বিষয় খুব স্পষ্ট, দিদির এই  ঔদ্ধত্ত ২৩ মে'র পর আর থাকবে না", বললেন নাকভি।

ষষ্ঠ দফার নির্বাচনে প্রবল হিংসা ছড়ানোর পরপরই এই অভিযোগ আনেন নাকভি।

আরও পড়ুন, ১ কোটি টাকা-সহ ধৃত দিলীপ ঘোষের প্রাক্তন আপ্ত সহায়ক

নাকভি বলেছেন, "বিজেপির কর্মী এবং নেতাদের আমি স্যালুট জানাই, গণতন্ত্রকে বাঁচানোর জন্য যারা লড়াই করে যাচ্ছেন। গতকাল রাতে রমেন মন্ডল নামে এক দলীয় কর্মীর মৃত্যু হয়েছে। আজ ভারতী ঘোষের গাড়ির ওপর হামলা হয়েছে। দলের রাজ্য স্তরের সভাপতি দিলীপ ঘোষের গাড়ি আটকানো হয়েছে। তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের নির্বাচনে অংশ নিতেই বাধা দিচ্ছে। আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি"।

"কিন্তু এটা খুবই দুঃখজনক, নির্বাচন প্যানেলের যা পদক্ষেপ করা উচিত, তার কিছুই করেনি কমিশন। নির্বাচনের প্রশাসনিক যন্ত্রকেও খুব সম্ভবত হাত করে নিয়েছে রাজ্য সরকার।

Read the full story in English

General Election 2019 election commission bjp
Advertisment