Advertisment

সেনা-পদ্ম জোট অটুট, মহারাষ্ট্রে চূড়ান্ত ২৫-২৩ ফর্মুলা

"গত ২৫ বছর ধরে বিজেপি-শিবসেনা একসঙ্গে রয়েছে। অতীতে কিছু মতপার্থক্য হয়েছিল ঠিকই। হিন্দুত্বের মতাদর্শে দুই দলই বিশ্বাসী। সেকারণেই আমরা জোটে রয়েছি।"

author-image
IE Bangla Web Desk
New Update
BJP-SHIV SENA, বিজেপি -শিবসেনা

অমিত শাহ, উদ্ধব ঠাকরে ও দেবেন্দ্র ফড়নবিশ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

'মনোমালিন্য' দূরে সরিয়ে শেষ পর্যন্ত বিজেপি'রই হাত ধরল শিবসেনা। আসন্ন লোকসভা ভোটে মহারাষ্ট্রে জোটবদ্ধ ভাবে লড়ছেন উদ্ধব ঠাকরে-দেবেন্দ্র ফড়নবিশরা। সোমবার একথাই ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। উনিশের ভোটের লড়াইয়ে সে রাজ্যের ৪৮টি আসনের মধ্যে ২৫টিতে লড়বে পদ্মশিবির। বাকি ২৩টি আসনে লড়বেন শিব সৈনিকরা।

Advertisment

এদিন মুম্বইয়ে উদ্ধব ঠাকরের বাসভবনে আসেন অমিত শাহ, দেবেন্দ্র ফড়নবিশরা। বৈঠক শেষে বিজেপি-শিবসেনা জেটের চূড়ান্ত ঘোষণা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, বিজেপির সঙ্গেই ভোটে লড়ছে শিব সেনা? ফড়নবীশের কথায় জল্পনা

প্রায় ২৫ বছর ধরে একে অপরের হাত ধরে ভোটের ময়দানে লড়েছে বিজেপি-শিবসেনা। সেই পরম্পরাই অটুট রইল। তবে, গত কয়েক বছরে নানা ইস্যুতে বিজেপিকে সরাসরি নিশানা করেছে শিবসেনা। এমনকি একসঙ্গে ভোটে না লড়ার কথাও বারবার বলেছেন উদ্ধবরা। শেষ পর্যন্ত মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট অটুট থাকায় লোকসভা ভোটের আগে মোদী-শাহরা অনেকটাই স্বস্তি পেলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন জোট ঘোষণা করতে গিয়ে দেবেন্দ্র ফড়নবিশ বলেন, "গত ২৫ বছর ধরে বিজেপি-শিবসেনা একসঙ্গে রয়েছে। অতীতে কিছু মতপার্থক্য হয়েছিল ঠিকই। হিন্দুত্বের মতাদর্শে দুই দলই বিশ্বাসী। সেকারণেই আমরা জোটে রয়েছি।"

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেছেন, "নতুন করে আজ থেকে পথচলা শুরু হল। হিন্দু ভোটাররা খুব উজ্জীবিত হবেন।"

বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, "আমার বিশ্বাস, আমরা ৪৫টি আসনেই জিতব।" প্রসঙ্গত, গতবারের লোকসভা ভোটে মহারাষ্ট্রে ৪২টি আসনে জিতেছিল বিজেপি-শিবসেনা জোট।

উল্লেখ্য, মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে সম্ভবত জোটে শামিল হতে পারে এনসিপি।

Read the full story in English

bjp shiv sena lok sabha 2019
Advertisment