Advertisment

Lok Sabha Election 2019: এয়ার স্ট্রাইকে মোদী ঢেউ, উনিশে বিজেপিরই পালে হাওয়া: ইয়েদুরাপ্পা

2019 Lok Sabha Elections: ‘‘আবহাওয়া যে রকম...তাতে দিন দিন বিজেপির পালে হাওয়া লাগছে। পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ায় দেশে মোদী ঢেউ উঠেছে। এর প্রভাব পড়বে লোকসভা ভোটে।’’

author-image
IE Bangla Web Desk
New Update
Yeddyurappa , ইয়েদুরাপ্পা

বি এস ইয়েদুরাপ্পা। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

General Election 2019: বালাকোটে এয়ার স্ট্রাইকের জেরে মোদীর জনপ্রিয়তা আরও বেড়েছে। উনিশের নির্বাচনে এতে আখেরে বিজেপিরই লাভ হবে। এমন মন্তব্য করেই এবার শোরগোল ফেলে দিলেন কর্নাটকের বিজেপি প্রধান বিএস ইয়েদুরাপ্পা। এয়ার স্ট্রাইকের জেরে আসন্ন লোকসভা ভোটে দক্ষিণের এই রাজ্যে ২৮টির মধ্যে বিজেপি ২২টিতেই জিতবে বলেও আশাপ্রকাশ করেছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Advertisment


এ প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআইকে ইয়েদুরাপ্পা বলেন, ‘‘আবহাওয়া যে রকম...তাতে দিন দিন বিজেপির পালে হাওয়া লাগছে। পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ায় দেশে মোদী ঢেউ উঠেছে। এর প্রভাব পড়বে লোকসভা ভোটে।’’ বিজেপি নেতা আরও বলেছেন, ‘‘এই পদক্ষেপের ফলে দেশের তরুণরা উজ্জীবীত হয়েছেন। এতে কর্নাটকে ২২টি আসনে জিততে আমদের সুবিধাই হবে।’’উল্লেখ্য, কর্নাটকে এই মুহূর্তে ১৬টি আসন রয়েছে বিজেপির হাতে। কংগ্রেসের হাতে রয়েছে ১০টি ও জেডিএসের হাতে রয়েছে ২টি আসন। এবারের লোকসভা ভোটে একসঙ্গে লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস-জেডিএস।

আরও পড়ুন, ‘আমেরিকা লাদেনকে মারতে পারে, আমরা পারি না’?


প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে এয়ার স্ট্রাইক করে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনার ১২টি ‘মিরাজ ২০০০’ বিমান জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। সেদিন ভোর সাড়ে তিনটে নাগাদ ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ বিমান এই অভিযান চালায়। হাজার কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে ভারতীয় বিদেশ সচিব বিজয় গোখলে জানিয়েছেন, ‘‘বালাকোটে জইশের সবথেকে বড় জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। জইশ-এ-মহম্মদের বহু জঙ্গি, সিনিয়র কমান্ডার, প্রশিক্ষকরা মারা গিয়েছে।’’ গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত হন কমপক্ষে ৪০ জন জওয়ান। সে ঘটনার ১২ দিনের মাথায় এয়ার স্ট্রাইক করে ভারত।

Read the full story in English

PM Narendra Modi national news BS Yedurappa General Election 2019
Advertisment