scorecardresearch

লোকসভা ভোটের প্রচারে উত্তরপ্রদেশে ১২টি সভা রাহুলের

ফেব্রুয়ারি থেকেই যোগীরাজ্যে জোরকদমে প্রচারে ঝাঁপিয়ে পড়তে চলেছেন স্বয়ং রাহুল গান্ধী। আগামী মাসে সে রাজ্যে ১২টি সভা করছেন কংগ্রেস সভাপতি।

rahul gandhi, রাহুল গান্ধী
রাহুল গান্ধী, ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

সপা-বসপা তাঁদের ‘হাত’ না ধরায় উনিশের ভোটের লড়াইয়ে উত্তরপ্রদেশে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধীরা। লোকসভা ভোটে একলা লড়ে উত্তরপ্রদেশে বাজিমাৎ করতে এবার তাই উঠেপড়ে লাগল কংগ্রেস। ফেব্রুয়ারি থেকেই যোগীরাজ্যে জোরকদমে প্রচারে ঝাঁপিয়ে পড়তে চলেছেন স্বয়ং রাহুল গান্ধী। আগামী মাসে সে রাজ্যে ১২টি সভা করছেন কংগ্রেস সভাপতি। সূত্র মারফৎ এও জানা গিয়েছে, কুম্ভ মেলা চলাকালীন সঙ্গমে গিয়ে পুণ্য স্নান করারও ইচ্ছাপ্রকাশ করেছেন সোনিয়াপুত্র।

এ প্রসঙ্গে কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেছেন, ‘‘আগামী মাসে আমাদের ফোকাস থাকবে রাহুল গান্ধীর জনসভা। যেটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হচ্ছে, শেষ হবে মার্চের প্রথম সপ্তাহে। কৃষক সমস্যা, বেকারত্ব, নারী সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হবে।’’

আরও পড়ুন, উত্তরপ্রদেশে ৮০টি কেন্দ্রেই লড়বে কংগ্রেস, জানালেন গুলাম নবি আজাদ

সূত্র মারফৎ জানা গিয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি লখনউয়ে সম্ভবত সভা করবেন রাহুল। উত্তরপ্রদেশে রাহুল গান্ধীর লোকসভা ভোটের প্রচারের কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বুধবার বৈঠকে বসার কথা গুলাম নবি আজাদ, সে রাজ্যের কংগ্রেস প্রধান রাজ বব্বর ও অন্য শীর্ষ নেতাদের। ওই বৈঠকেই রাহুল গান্ধীর সভাস্থল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। গোরখপুর, এলাহাবাদ, কনৌজের নেতাদের সঙ্গেও বৈঠকে বসার কথা কংগ্রেসের ওই শীর্ষ নেতৃত্বের।

লখনউ ছাড়াও যোগী আদিত্যনাথের লোকসভা কেন্দ্র গোরখপুর, ডিম্পল যাদবের কেন্দ্র কনৌজ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে সভা করতে পারেন রাজীব পুত্র। পাশাপাশি সীতাপুর, হাপুর, মোরাদাবাদ, শাহরানপুর, আলিগড়, বরেলি, আগ্রাতেও রাহুল গান্ধীর সভা হতে পারে বলে সূত্রের খবর। বুন্দেলখণ্ড ও বান্দায় মিছিলেও সম্ভবত যোগ দিতে পারেন রাহুল। উল্লেখ্য, সেখানেই সম্ভবত প্রাক্তন বসপা নেতা নাসিমুদ্দিন সিদ্দিকিকে প্রার্থী করতে পারে কংগ্রেস।

প্রয়াগরাজে দলের প্রধান অনীল দ্বিবেদী জানিয়েছেন, ‘‘জেলার শীর্ষ নেতারা লখনউয়ে বৈঠক ডেকেছেন। কংগ্রেস সভাপতির লোকসভা ভোটের প্রচার কর্মসূচি নিয়েই আলোচনা চালানো হবে।’’ সূত্র মারফৎ জানা গিয়েছে, গত শনিবার দলের ইস্তেহার কমিটির বৈঠক হয়েছে লখনউয়ে।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Bengali App.

Web Title: Congress to take out 12 rahul gandhi rallies across uttar pradesh