General Election 2019: লোকসভা ভোটে এ রাজ্যে ৭ দফায় ভোটগ্রহণ করা হবে। ১১ এপ্রিল প্রথম দফায় ভোট। শেষ দফায় ভোট ১৯ মে। ভোটের ফল জানা যাবে ২৩ মে। এই প্রথমবার পশ্চিমবঙ্গে ৭ দফায় ভোট হতে চলেছে, যা কার্যত 'নজিরবিহীন' বলে মত সংশ্লিষ্ট মহলের। ভোটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে কবে কোথায় ভোট? জেনে নিন একনজরে...
আরও পড়ুন, West Bengal Lok Sabha Elections 2019 LIVE Updates: ‘‘৭ দফায় ভোটে তৃণমূলের দফারফা হবে’’
বাংলায় কবে কোথায় ভোট?
* আগামী ১১ এপ্রিল প্রথম দফায় এ রাজ্যে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ, কোচবিহার ও আলিপুরদুয়ারে।
* আগামী ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জে ভোটগ্রহণ।
* আগামী ২৩ এপ্রিল তৃতীয় দফায় পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে।
* আগামী ২৯ এপ্রিল চতুর্থ দফায় বাংলায় আটটি কেন্দ্র - বহরমপুর, কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, রানাঘাট, আসানসোল, বোলপুর, বীরভূমে - ভোট নেওয়া হবে।
আরও পড়ুন:Lok Sabha Election 2019 Schedule Live Updates: সাত দফায় ভোট দেশ জুড়ে, গণনা ২৩ মে
* ৬ মে পঞ্চম দফায় রাজ্যে ভোট নেওয়া হবে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, ও আরামবাগে।
* ১২ মে ষষ্ঠ দফায় তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে ভোট নেওয়া হবে।
* ১৯ মে সপ্তম দফায় ভোটগ্রহণ হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তরে।
কোন দফায় কোন রাজ্যে ভোট? জেনে নিন একনজরে...
প্রথম দফা: অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, গোয়া, গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কেরালা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, সিকিম, তেলঙ্গানা, তামিল নাড়ু, উত্তরাখন্ড, আন্দামান নিকোবর, দাদরা ও নগর হাভেলি, দমন এবং দিউ, লাক্ষাদ্বীপ, নয়া দিল্লি, পন্ডিচেরি এবং চন্ডিগড়।
দ্বিতীয় দফা: কর্ণাটক, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা
তৃতীয় দফা: আসাম, ছত্তিশগড়
চতুর্থ দফা: ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা
পঞ্চম দফা: জম্মু-কাশ্মীর
ষষ্ঠ দফা: কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে না ছয় দফায়
সপ্তম দফা: বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ
আরও পড়ুন: ১১ এপ্রিল থেকে ৭ দফায় নির্বাচন, কতটা কড়া হল নিরাপত্তা ব্যবস্থা?
৩ জুন ষোড়শ লোকসভার মেয়াদ শেষ। সুষ্ঠুভাবে সপ্তদশ লোকসভা নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। দেশের ১০ লক্ষেরও বেশি বুথে ৫৪৩ টি লোকসভা কেন্দ্রে হবে লোকসভা ভোট।
আরও পড়ুন: আজ নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পর কী হবে?
২০১৯ সালে প্রায় ৯০ কোটি ভোটাদাতা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নতুন ভোটারের সংখ্যা দেড় কোটি। ধর্মীয় অনুষ্ঠান ও আবহাওয়ার কথা মাথায় রেখেই ঠিক করা হয়েছে লোকসভা ভোটের নির্ঘণ্ট।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ইভিএম মেশিনে থাকবে প্রার্থীর ছবি। সমস্ত ভোটকেন্দ্রেই থাকবে ভিভিপ্যাট। এদিন নির্ঘণ্ট প্রকাশ হওয়ার মুহূর্ত থেকেই চালু হয়ে গেলে নির্বাচন কমিশনের আদর্শ নির্বাচনী আচরণবিধি।