Advertisment

Exit Poll Results 2019 Live: কোথায় কখন কীভাবে দেখবেন এক্সিট পোলের ফল?

Lok Sabha Election Exit Poll Results 2019 Live Updates: ভারতে এক্সিট পোল অনেকক্ষেত্রেই নির্ভরযোগ্য নয় বলে প্রমাণিত হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে নির্বাচনের ফল সম্পর্কে ভুল ভবিষ্যদ্বাণীর উদাহরণ রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Exit Poll Results 2019 Live, Lok Sabha Election 2019 Exit Poll Live

Exit Poll Results 2019 Live, Lok Sabha Election 2019 Exit Poll Live

Lok Sabha Election 2019 Exit Poll Live Telecast: সপ্তম দফার শেষ ভোটপর্ব শেষ হতেই রবিবার সন্ধায় প্রকাশিত হবে লোকসভা নির্বাচন ২০১৯ এর এক্সিট পোল। ভারতের বেশ কিছু খবরের চ্যানেলে সম্প্রচারিত হবে বুথ ফেরত সমীক্ষার ফল। কোন দল সরকার গঠন করতে পারে তার একটা আন্দাজ মিলবে এই এক্সিট পোলের মাধ্যমে।

Advertisment

Lok Sabha Election 2019 Exit Poll Live: দিল্লির সিংহাসনে কে? দেখুন, এক্সিট পোল

Exit Poll Results 2019 Live: Watch Live Telecast of Lok Sabha Election 2019 Exit Poll Results

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় জানতে পারবেন এক্সিট পোলের লাইভ আপডেটস। এছাড়াও বেশ কিছু টিভি চ্যালেনে দেখতে পারবেন বুথ ফেরত ভোট গণনা।

এবারের হেভিওয়েট প্রার্থীর তালিকায় রয়েছেন নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, বিজেপি সভাপতি অমিত শাহ, রাজনাথ সিং, দিগ্বিজয় সিং, শত্রুঘ্ন সিংহ, রবি শংকর প্রসাদ, শশী থারুরের মতো রাজনৈতিক নেতারা। প্রধান আসনগুলি হল বারাণসী, আমেঠি, গান্ধীনগর, লখনউ।

এক্সিট পোলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে রবিবার সন্ধে সাড়ে ৬টায়, লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফা সম্পন্ন হওয়ার পর।

ভারতে এক্সিট পোল অনেকক্ষেত্রেই নির্ভরযোগ্য নয় বলে প্রমাণিত হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে নির্বাচনের ফল সম্পর্কে ভুল ভবিষ্যদ্বাণীর উদাহরণ রয়েছে। ২০০৪ সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কোয়ালিশন জিতবে বলে সম্পূর্ণ ভুল ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, আবার ২০০৯ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-র আসন নিয়েও ভুল করা হয়েছিল এক্সিট পোলে।
Read the full story in English 

election commission General Election 2019
Advertisment