লোকসভার আগে কৃষকদের জন্য নতুন প্রকল্প চালু করতে তৎপর কেন্দ্র

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন লোকসভার আগে ভোটব্যাঙ্ক মাথায় রেখেই কৃষকদের ভাতা দেওয়ার প্রকল্প তড়িঘড়ি চালু করা। যদিও বার্ষিক ৬০০০ টাকা ভাতার খবরে অসন্তোষ তৈরি হয়েছে কৃষকদের একটা বড় অংশের মনে

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন লোকসভার আগে ভোটব্যাঙ্ক মাথায় রেখেই কৃষকদের ভাতা দেওয়ার প্রকল্প তড়িঘড়ি চালু করা। যদিও বার্ষিক ৬০০০ টাকা ভাতার খবরে অসন্তোষ তৈরি হয়েছে কৃষকদের একটা বড় অংশের মনে

author-image
IE Bangla Web Desk
New Update
narendra modi

২ হেক্টরের কম জমি রয়েছে, দেশের এমন সব কৃষককে বার্ষিক ৬০০০ টাকা ভাতা দেবে সরকার।

সদ্য পেশ হওয়া অন্তর্বর্তী বাজেটে ঘোষিত হয়েছে ২ হেক্টরের কম জমি রয়েছে, দেশের এমন সব কৃষককে বার্ষিক ৬০০০ টাকা ভাতা দেবে সরকার। প্রকল্প চালু করার জন্য ইতিমধ্যেই তৎপরতা দেখা গিয়েছে কেন্দ্রে। সূত্রের খবর, 'প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প'-এর আওতায় পড়া ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের তালিকা তৈরির কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী।

Advertisment

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন লোকসভার আগে ভোটব্যাঙ্ক মাথায় রেখেই কৃষকদের ভাতা দেওয়ার প্রকল্প তড়িঘড়ি চালু করা। অন্তর্বর্তী বাজেটের আগে রাজনৈতিক মহলে জল্পনা ছিলই, কৃষকদরদী বাজেট পেশ করতে চলেছে কেন্দ্র। যদিও বার্ষিক ৬০০০ টাকা ভাতার খবরে অসন্তোষ তৈরি হয়েছে কৃষকদের একটা বড় অংশের মনে।

প্রকল্প চালু করার জন্য সহযোগিতা চেয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন কেন্দ্রের কৃষিমন্ত্রী রাধামোহন সিং। কেন্দ্রের কৃষিসচিব পি কে সিনহাও যোগাযোগ করেছেন রাজ্যস্তরের সচিবদের সঙ্গে।

Advertisment

আরও পড়ুন, কৃষকদের ৩.৩০ টাকা ভিক্ষা এবং আধার

প্রকল্প চালু করার ব্যাপারে বিজেপি শাসিত রাজ্যগুলোই সবচেয়ে তৎপরতা দেখাবে, এমনটা মনে করছে রাজনীতি মহল। এমনিতেই বিধানসভায় ভরাডুবির পর একাধিক রাজ্যে কৃষিঋণ মকুব করেছে বিজেপি সরকার।


প্রকল্প অনুযায়ী, তিন দফায় বার্ষিক ৬০০০ টাকা ভাতা দেওয়া হবে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের। তবে সেক্ষেত্রে আয়ের অন্য কোনও উৎস থাকা চলবে না।

লোকসভা নির্বাচন ছাড়াও মহারাষ্ট্রে ২০১৯-এই রয়েছে বিধানসভা নির্বাচন। নতুন প্রকল্প চালু হলে রাজ্যের প্রায় ৮০ শতাংশ (দেড় কোটির মধ্যে ১ কোটি ২০ লক্ষ কৃষক) কৃষক তার আওতায় পড়বেন।

Read the full story in English

PM Narendra Modi