Advertisment

PM Modi On Budget Session: 'দেশবাসীর গ্যারান্টি পূরণের লক্ষ্যে'….! বাজেট অধিবেশন শুরু আগে ভাষণ মোদীর

বাজেট অধিবেশন শুরু আগে সংসদ ভবন চত্ত্বরে মোদীর ভাষণ।

author-image
IE Bangla Web Desk
New Update
"PM Narendra Modi, Parliament, Monsoon Session of Parliament, MPs duty, ,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali"

বাজেট অধিবেশন শুরু আগে সংসদ ভবন চত্ত্বরে মোদীর ভাষণ

বাজেট অধিবেশন শুরু আগে সংসদ ভবন চত্ত্বরে সংবাদমাধ্যমকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। সংসদের এই অধিবেশনটি যেন ইতিবাচক, তেমনই সৃজনশীল। এই অধিবেশন যাতে দেশবাসীর উন্নতির জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে সেদিকে দেশবাসীর সতর্ক নজর রয়েছে"। এর আগে সংসদের বাজেট অধিবেশন নিয়ে রবিবার ডাকা সর্বদলীয় বৈঠকেও সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছিল সরকার।

Advertisment

তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরে আসার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, "আমি এটাকে ভারতের গণতন্ত্রের গৌরবময় যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছি। ব্যক্তিগতভাবে, আমি এবং আমার সমস্ত সহকর্মীরা মনে করি যে এটি অত্যন্ত গর্বের বিষয় প্রায় ৬০ বছর ধরে একটি সরকার টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে এসেছে এবং তৃতীয় ইনিংসের প্রথম বাজেট পেশ করার সৌভাগ্য পেয়েছে, দেশ ভারতীয় গণতন্ত্রের গৌরবময় যাত্রা প্রত্যক্ষ করছে।"

আরও পড়ুন - < Parliament Budget Session 2024: তৃতীয় মেয়াদের মোদী সরকারের পূর্ণ বাজেট, মোরারজি দেশাইয়ের রেকর্ড ভাঙার পথে সীতারমন >

প্রধানমন্ত্রী মোদী বলেন, "আজ থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে এবং আমরা দেশবাসীকে যা কিছু গ্যারান্টি দিয়েছি তা ধীরে ধীরে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই বাজেটটি অমৃতকালের একটি গুরুত্বপূর্ণ বাজেট। আমাদের কাছে ৫ বছরের সুযোগ রয়েছে। আজকের বাজেট আমাদের আগামী ৫ বছরের মেয়াদের দিকনির্দেশও নির্ধারণ করবে এবং ২০৪৭ সালে একটি উন্নত ভারতের ভিত্তি স্থাপনে সহায়তা করবে।"

ভারতীয় অর্থনীতির গতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, "আগামীকাল আমরা দেশের সামনে হাজির হব। এটা প্রত্যেক দেশবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয় যে ভারত বৃহৎ অর্থনীতির দেশগুলির মধ্যে দ্রুত বর্ধনশীল দেশ। "বিগত ৩ বছরে দেশের অর্থনীতি ৮ শতাংশ হারে বৃদ্ধি হয়েছে"।

Nirmala Sitharaman Union Budget 2024 modi
Advertisment