/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/voting-7.jpg)
সামনেই ২০১৯ লোকসভা ভোট, দেশের বেশীর ভাগ নাগরিক ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। কিভাবে মিলবে ভোটার আইডি, কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দেবে নির্ধারিত সময়সূচী। ১৮ বছরের বেশি যাদের বয়স তাঁরা সকলেই আসন্ন লোকসভা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে তার জন্য নিজের নাম নির্বাচনী তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
কীভাবে নিজের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবেন?
১। প্রথমে Form 6 নামক একটি আবেদন পূরণ করতে হবে এবং নিজেদের নির্বাচনী এলাকার নির্বাচনী রেজিস্ট্রেশন আধিকারিকের কাছে ফর্মটি জমা দিতে হবে।
২। যাচাই পর্বের পর, নির্বাচনী আধিকারিক দ্বারা নির্বাচনী তালিকায় অন্তর্ভুক্ত হবে আবেদনকারীর নাম।
৩। ভোটার হয় তিন ধরনের, সাধারণ ভোটার, এনআরআই ভোটার এবং সার্ভিস ইলেক্টরস।
কী এই Form 6?
১। নতুন ভোটার হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করতে এবং ভোটার আইডি পেতে গেলে প্রয়োজন এই Form 6 ফর্মটি।
২। ১৮ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা সকলেই আসন্ন লোকসভা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য এই ফর্মটি পূরণ করতে পারবে।
৩। আবেদনপত্রটি পূরণ করে নির্বাচনী আধিকারিকের কাছে জমা দেওয়ার পর প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া সম্পূর্ন হলেই একজন ভোটার হিসেবে নির্বাচনী তালিকায় নাম থাকবে।
৪। Form 6 এর সাথে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ,বয়স এবং বাসভবনের প্রমাণপত্র জমা দিতে হবে।নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও ভোটার আইডির জন্য আবেদন করা যাবে।
৫। ভোটার আইডির জন্য আবেদন করার সময় Form 6 আপলোড করতে হবে।
আরও পড়ুন ইভিএম মেশিনে কীভাবে ভোট দেবেন জানেন?
কীভাবে ভোটার রেজিস্ট্রেশন নিশ্চিত করবেন?
১। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগ ইন করে রেফারেন্স আইডি প্রদান করে নির্বাচনী ভূমিকা ও নিজের রেজিস্ট্রেশনের অবস্থান জানতে পারা যাবে।
২। এই ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের নাম, ভূমিকা এবং নির্বাচনী পরিষদের মধ্যে স্থান পরিবর্তন করতে পারা যাবে যথোপযুক্ত প্রমাণের সাহায্যে।
Raed the full story in English