Advertisment

Lok Sabha Election 2019: লোকসভার লড়াইয়ে বেগুসরাইয়ে কানহাইয়া বনাম গিরিরাজ সিং

Lok Sabha Election 2019: বেগুসরাইয়ে সিপিআইয়ের টিকিটে লড়লেও বিহারে মহাজোটের সঙ্গে সংঘাতে যেতে নারাজ কানহাইয়ারা।

author-image
IE Bangla Web Desk
New Update
kanhaiya kumar, কানহাইয়া কুমার

কানহাইয়া কুমার। ছবি: নাগেন্দ্র কুমার সিং, ইন্ডিয়ান এক্সপ্রেস।

General Election 2019: লোকসভার লড়াইয়ে শেষমেশ বেগুসরাই থেকেই প্রার্থী হচ্ছেন কানহাইয়া কুমার। রবিবার বেগুসরাই কেন্দ্রে দলের প্রার্থী হিসেবে কানহাইয়ার নাম ঘোষণা করে সিপিআই নেতৃত্ব। বেগুসরাইয়ে প্রার্থী দিয়েছে রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি-ও। যদিও এবার লোকসভা নির্বাচনে আরজেডি প্রার্থী নন, বিজেপি প্রার্থী গিরিরাজ সিংয়ের বিরুদ্ধেই তাঁর মূল লড়াই বলে জানিয়েছেন জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতা। বিজেপির গিরিরাজ সিংয়ের "মৌলবাদী চিন্তাধারা"-র বিরুদ্ধে এবার ভোটের ময়দানে লড়বেন বলে জানিয়েছেন কানহাইয়া।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

বেগুসরাইয়ে সিপিআইয়ের টিকিটে লড়লেও বিহারে মহাজোটের সঙ্গে সংঘাতে যেতে নারাজ কানহাইয়ারা। রাজনৈতিক কারণে সিপিআইয়ের সঙ্গে জোটের পথে আরজেডি না হাঁটলেও, তাঁর দল মহাজোটকে সমর্থন জানাবে বলে জানিয়েছেন কানহাইয়া। যেসব কেন্দ্রে সিপিআই লড়ছে না, সেখানে মহাজোটকে তাঁরা সমর্থন জানাবেন, একথাই বলেছেন জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতা।

আরও পড়ুন, Lok Sabha Election 2019: বারাণসীতে মোদীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন ১১১ জন কৃষক

বিহারের সিপিআই নেতা সত্যনারায়ণ সিং জানিয়েছেন, "মধুবনী, খাগাড়িয়ার মতো আমাদের প্রস্তাবিত আসনগুলোতে আমরা লড়ব কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলাম... যেসব কেন্দ্রে আমরা শক্তিশালী নই, সেখানে আমরা প্রার্থী দেব না।"

প্রসঙ্গত, প্রায় এক বছর ধরে বেগুসরাই কেন্দ্রে দফায় দফায় প্রচার চালিয়ে এসেছেন কানহাইয়া। তিনি বলেছেন, "গিরিরাজকে বেগুসরাইয়ের মানুষ কীভাবে কাছে টেনে নেবেন? উনি তো কেন্দ্রে আসেনই না। তাছাড়া উনি ওই কেন্দ্র থেকে লড়তেই চান নি। গিরিরাজ সিংয়ের মৌলবাদী চিন্তাধারার বিরুদ্ধে আমি লড়ব...।"

এদিকে, বেগুসরাই কেন্দ্রে আরজেডি-র হয়ে লড়ছেন তনবীর হাসান। যদিও হাসানের বিরুদ্ধে তাঁর কোনও লড়াই নেই বলে এদিন জানিয়েছেন কানহাইয়া। সিপিআই প্রার্থী বলেছেন, "মহাজোট বিজেপিকে হারাতে চায়। বামেরাও বিজেপিকে হারাতে চায়। আমাদের লক্ষ্য একটাই।"

Read the full story in English

lok sabha 2019 General Election 2019 CPI
Advertisment