General Election 2019: লোকসভার লড়াইয়ে অবশেষে বাংলায় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। দোলপূর্ণিমার দিন সন্ধ্যায় পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২৮টিতে প্রার্থী তালিকা প্রকাশ করল পদ্মবাহিনী। এবারের লোকসভা নির্বাচনে বাংলাকে অন্যতম পাখির চোখ করেছেন মোদী-শাহরা। এ রাজ্যে ২২-২৩টি আসনের টার্গেটও রয়েছে গেরুয়া বাহিনীর। সেই লক্ষ্যপূরণ করতে তাই এবার অতি কৌশল মেনেই প্রার্থী বাছাই করেছে বিজেপি নেতৃত্ব। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন, তা নিয়ে কার্যত চুলচেরা বিশ্লেষণ করেছে পদ্ম শিবির। রীতিমতো ঘুঁটি সাজিয়ে এবার এ বাংলায় প্রার্থীদের বেছেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির আংশিক প্রকাশিত প্রার্থী তালিকায় এবার এমন কিছু নাম উঠে এসেছে, যাঁদের হাত ধরে এবার বাংলায় লোকসভা ভোটের লড়াই টানটান হতে পারে। ভারতী ঘোষ, অর্জুন সিং, অনুপম হাজরা, সৌমিত্র খাঁ-দের এবার লোকসভার লড়াইয়ে দলের যোদ্ধা বানিয়ে তৃণমূলের দিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। অন্যদিকে, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয় কিংবা বীরভূমের দুধকুমার মণ্ডলের মতো দলের নেতাদেরকেও ভোটের ময়দানে নামিয়ে ভোটযুদ্ধের নয়া রণকৌশলই পদ্মবাহিনী নিল বলে মত রাজনীতির কারবারিদের।
একনজরে জেনে নিন, পশ্চিমবঙ্গের ২৮টি আসনে পদ্ম প্রতীকে লড়ছেন কে কে-
*কোচবিহার - নিশীথ প্রামাণিক
*কৃষ্ণনগর - কল্যাণ চৌবে
* কলকাতা দক্ষিণ-চন্দ্র বসু
* কলকাতা উত্তর - রাহুল সিনহা
* যাদবপুর- অনুপম হাজরা
* আলিপুরদুয়ার- জন বার্লা
* জলপাইগুড়ি - জয়ন্ত রায়
* রায়গঞ্জ-দেবশ্রী চৌধুরী
* মালদা উত্তর - খগেন মুর্মু
* মালদা দক্ষিণ - শ্রীরূপা মিত্র চৌধুরী
* দমদম- শমীক ভট্টাচার্য
* বসিরহাট- সায়ন্তন বসু
* বালুরঘাট- সুকান্ত মজুমদার
* বারাসত- মৃণালকান্তি দেবনাথ
* হুগলি- লকেট চট্টোপাধ্যায়
* মেদিনীপুর- দিলীপ ঘোষ
* আসানসোল- বাবুল সুপ্রিয়
* ঘাটাল- ভারতী ঘোষ
* বীরভূম - দুধকুমার মণ্ডল
* আরামবাগ - তপন রায়
* জয়নগর -অশোক কাণ্ডারী
* শ্রীরামপুর- দেবজিৎ সরকার
* বারাকপুর- অর্জুন সিং
* মথুরাপুর- শ্যামাপ্রসাদ হালদার
* বিষ্ণুপুর- সৌমিত্র খাঁ
* তমলুক - সিদ্ধার্থ নস্কর
* ঝাড়গ্রাম - কুন্নুর হেমব্রম
* বর্ধমান পূর্ব - পরেশ দাস
আরও পড়ুন- লোকসভায় বারাণসীতে মোদী, গান্ধীনগরে শাহ