Advertisment

Lok Sabha Election 2019: ১১ আসনে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত, কে লড়ছেন কোথায়?

General Election 2019: সোমবার মধ্যরাতে রাজ্যের ১১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। একনজরে জেনে নিন, কে কোথায় প্রার্থী?

author-image
IE Bangla Web Desk
New Update
congress, loksabha election 2019, কংগ্রেস, লোকসভা নির্বাচন

১১টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস।

Lok Sabha Election 2019: আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। শেষ পর্যন্ত হাত-কাস্তের জোটে জট পেকেছে। শুক্রবার পশ্চিমবঙ্গের ১৭ টি আসন ছেড়ে রেখে মোট ২৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট। এরপরই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানান, "অসম্মানজনক জোট" চায় না কংগ্রেস। তখনই একলা চলার কথা স্পষ্ট করে দেয় প্রদেশ কংগ্রেস।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

প্রার্থী তালিকা চূড়ান্ত করতে রবিবার রাতেই দিল্লি পৌঁছে ছিলেন সোমেন মিত্র। সোমবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। এরপরই চূড়ান্ত হয়েছে ১১টি আসনে কংগ্রেস প্রার্থীদের নাম। সোমবার মধ্যরাতে এই তালিকা প্রকাশ করা হয়। এ রাজ্যের বাকি আসনগুলির প্রার্থীদের নাম পরে চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। এবার এক নজরে দেখে নিন সোমবার প্রকাশিত ১১ টি আসনের প্রার্থীদের নাম:

congress, loksabha election 2019, কংগ্রেস, লোকসভা ভোট ২০১৯ ১১টি আসনে প্রদেশ কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা।

আরও পড়ুন, Lok Sabha Election 2019: ২৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা বামফ্রন্টের

* কোচবিহার - প্রিয়া রায়চৌধুরী

* আলিপুরদুয়ার - মোহনলাল বসুমাতা

* জলপাইগুড়ি - মণি কুমার দারনাল

* দার্জিলিং - শঙ্কর মালাকার

* রায়গঞ্জ - দীপা দাশমুন্সী

* বালুরঘাট - সাদিক সরকার

* মালদহ উত্তর - ঈশা খান চৌধুরী

* মালদহ দক্ষিণ - আবু হাসেম খান চৌধুরী

* জঙ্গিপুর - অভিজিৎ মুখোপাধ্যায়

* মুর্শিদাবাদ - আবু হেনা

* বহরমপুর - অধীর চৌধুরী

CONGRESS lok sabha 2019 General Election 2019
Advertisment