General Election 2019: ছাপ্পা ভোটের অভিযোগ ঘিরে পঞ্চম দফার লোকসভা নির্বাচনে রণক্ষেত্রের চেহারা নেয় হুগলির ধনেখালি। ১৫৯নং বুথে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছে খোদ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই অভিযোগ উড়িয়ে এবার মুখ খুললেন লকেট। হুগলির বিজেপি প্রার্থীর সাফ কথা, ‘‘দেখাক, আমি ভাঙচুর করেছি। তবে ওই ইভিএম ভাঙচুর করা উচিত ছিল। ওই ইভিএমে পাপের ভোট রয়েছে।’’ পাশাপাশি তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন লকেট। সোমবার হুগলির বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। একইসঙ্গে ধনেখালিতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
Locket Chatterjee's vehicle damaged by TMC goons
WB democracy at stake
Voters not allowed to exercise their rights How long people of Bengal have to suffer pic.twitter.com/EEySEg4P6J— ChowkidarLakshmiSingh (@believerlaks) May 6, 2019
ঠিক কী অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের? বিজেপি প্রার্থী বলেন, ‘‘ধনেখালিতে পুরো ছাপ্পা ভোট হয়েছে। ১৫৯নং বুথে আমাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি। মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। খবর পেয়ে আমরা যাই। আমি গিয়ে দেখি, প্রিসাইডিং অফিসারকে বুথের পাশের ঘরে বসিয়ে মাংস ভাত খাওয়ানো হচ্ছে। জিজ্ঞেস করলাম, এখানে কেন?...পুরো রিগিং হয়েছে। প্রতিবাদ করায় তৃণমূলের লোকেরা আমার চুলের মুঠি ধরে ধাক্কা মারে, লাথি মারা হয়। কোনওরকমে প্রাণ নিয়ে বেরিয়ে আসি। সংবাদমাধ্যমের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। কয়েকজনকে আটক করে রাখে। আমরা পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।’’ এদিন দিনের শেষে জেলাশাসকের দফতরে ধর্নায় বসেন লকেট।
আরও পড়ুন: লকেটের বিরুদ্ধে ইভিএম ভাঙচুর ও বুথ থেকে প্রিসাইডিং অফিসারকে বের করার অভিযোগ
এদিকে, ভোটের দিন ওই বুথেই ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে লকেট বলেন, ‘‘দেখাক, আমি ভাঙচুর করেছি। তবে ওই ইভিএম ভাঙচুর করা উচিত ছিল। ওই ইভিএমে পাপের ভোট রয়েছে। মানুষের ভোট নেই। পাপের ভোটের ইভিএমকে ধ্বংস করা উচিত। এই ভোট মানুষ মেনে নেবে না।’’ প্রসঙ্গত, গতকাল ওই বুথে লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ চলে। লকেট এসেই ভোট ভণ্ডুল করেছে বলে অভিযোগ করেন ভোটারদের একাংশ।
West Bengal: Bharatiya Janata Party leader Locket Chatterjee staged a sit-in at District Magistrate's office in Hooghly after her car was vandalized by unknown miscreants, earlier today. pic.twitter.com/7r8AD4i0Sj
— ANI (@ANI) May 6, 2019
কী ঘটেছিল ধনেখালিতে?
ধনেখালির ১৫৯নং বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠায় বুথে আসেন লকেট চট্টোপাধ্যায়। ওই বুথে ইভিএম ভাঙচুরের অভিযোগ করা হয় বলে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছেন ভোটারদের একাংশ। লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান কয়েকজন। সেসময়ই লকেটের গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। কিন্তু, ইভিএম কে ভাঙল? জবাবে প্রিসাইডিং অফিসার বলেন, ‘‘একজন বাইরে থেকে এসে ইভিএম ভাঙচুর করেছেন’’। কিন্তু, সেই ব্যক্তি কে? এ প্রশ্ন করা হলেও কোনও সদুত্তর মেলেনি। এই ঘটনার জেরে এদিন ওই কেন্দ্রে বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকে।