General Election 2019: বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুরের অভিযোগ। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তৃণমূল-বিজেপির চাপানউতোর চরমে উঠেছে। হুগলির ব্যান্ডেলে লকেটের ভাড়া বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পদ্ম পার্টির। অন্যদিকে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিজেপি কর্মীরাই লকেটের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
আরও পড়ুন: Lok Sabha Election 2019: ‘সুন্দর চেহারা দেখে কেউ ভোট দেবে না’, সন্ধ্যা-মুনমুনকে কটাক্ষ দিলীপের
বাড়িতে ভাঙচুর প্রসঙ্গে, হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘প্রচারে বেরিয়েছিলাম। এসে দেখি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরাই এসে ভাঙচুর চালিয়েছে। কেন প্রার্থীকে বাড়িতে রাখা হয়েছে, এই রোষেই ভাঙচুর চালিয়েছে ওরা। একটা কথা বারবার বলছি, আমাদের যত ভাঙচুর করো, আমরা কিন্তু লড়বই’’। ঘটনার পর পুলিশ অনেক দেরিতে এসেছে বলেও অভিযোগ করেছেন লকেট।
আরও পড়ুন: Lok Sabha Election 2019: ৪২-এ ৪২ বনাম ৫-০, মমতার দেখানো পথেই কি হাঁটছেন মুকুল?
লকেট চট্টোপাধ্যায় বা বিজেপির অভিযোগে কর্ণপাত করতে নারাজ তৃণমূল। তাদের দাবি, বাড়িতে ভাঙচুরের ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বই আসলে দায়ী। তৃণমূলের তরফে বলা হয়, ‘‘লকেটের অস্থায়ী বাসস্থানে তাঁর দলের কর্মীরাই ভাঙচুর চালিয়েছেন। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ওরা বাঁচার জন্য তৃণমূলের নাম করছে’’। প্রসঙ্গত, ব্যান্ডেলে লকেটের বাড়িতে ভাঙচুরে অভিযুক্তরা বিজেপির পতাকা নিয়ে এসেই হামলা চালায় বলে খবর।
আগামী ৬ মে হুগলি কেন্দ্রে ভোটগ্রহণ। লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ছেন টলিউড অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়।