General Election 2019: ভোট মরশুমে মোদীর প্রচারে ‘রহস্যজনক’ কালো বাক্স নিয়ে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নারায়ণপুরের সভায় নাম না করে মোদীকে নিশানা করে মমতা বলেন, ‘‘নির্বাচনের সময় শুনছি কত বাক্স আসছে। বাপরে বাপ! লাল বাক্স, নীল বাক্স, কালো বাক্স, হলুদ বাক্স, সাদা বাক্স, কত বাক্স!’’ এরপরই বিজেপিকে আক্রমণ করে তৃণমূলনেত্রীর মন্তব্য, ‘‘নির্বাচনের সময় টাকা দিয়ে ভোট হয় না। ৩৬৫ দিন মানুষের সঙ্গে থাকতে হয়।’’ একইসঙ্গে জনগণের উদ্দেশে মমতার পরামর্শ, ‘‘বিজেপি কোথাও টাকা বিলোলে নজর রাখুন। নিজেদের মোবাইলে ছবি তুলে রাখুন, সেই ছবি পাঠান। একদম কাউকে ছাড়বেন না।’’
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
উল্লেখ্য, গত রবিবার কর্নাটকের চিত্রদুর্গে ভোটপ্রচারে মোদীর কপ্টারে একটি কালো রঙের বাক্স নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই ভিডিওয় দেখা গিয়েছে, কয়েকজন যুবক কালো রঙের একটি বাক্স তড়িঘড়ি করে নিয়ে গিয়ে একটি সাদা রঙের গাড়িতে তুলছেন। এই ভিডিওকে ঘিরে লোকসভা ভোটের বাজারে দিল্লির রাজনীতি সরগরম। ভোটের প্রচারে বিজেপি টাকা বিলোচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। ওই বাক্সে কী ছিল, তা নিয়ে প্রশ্নও তুলেছে তারা।
আরও পড়ুন: মোদীর হেলিকপ্টারে কালো সিন্দুক কিসের? প্রশ্ন তুলল কংগ্রেস
আরএসএসের বিরুদ্ধেও এদিন ফের আক্রমণ শানিয়েছেন মমতা। নারায়ণপুরের সভায় তৃণমূলনেত্রী বলেন, ‘‘এখানে কয়েকজন আরএসএসের প্রচারক জুটেছে। কাজ নেই, কর্ম নেই। আগে হাফ প্যান্ট পরে দৌড়োত। এখন দেখুন পুরো শপিং মল কালচার হয়ে গিয়েছে। বসে বসে শুধু কুটুস কুটুস করছে। সারাক্ষণ বলে যাচ্ছে একে সরাও, একে হঠাও। সীমান্তে গরীবদের ভয় দেখাচ্ছে। সব কিছু জানি। কে কে আছে, সবাই নজর রাখুন’’। বিজেপিকে বিঁধে মমতা আরও বলেন, ‘‘বাংলায় এবার রসগোল্লা পাবে। আগে দুটো ছিল, এবার জিরো পাবে।’’
অন্যদিকে, মমতা এদিন বলেন, ‘‘পঞ্চাশ সালে কাগজ না দেখালে তফশিলি সম্প্রদায়ের মানুষরা শংসাপত্র পান না। এটা দিল্লির আইন। জীবনে সুযোগ এলে, এটা পর্যালোচনা করব।’’
মঙ্গলবার ইটাহারের সভা থেকে ফের মোদী সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘বিজেপি সরকার ক্ষমতায় আসবে না। আমাদের ঐক্যবদ্ধ জোটের সরকার আসবে, ১৪২৬, মানুষ বলছে বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ’’। পাশাপাশি কংগ্রেস-বিজেপি আঁতাঁত নিয়েও এদিন ফের মুখ খুলেছেন তৃণমূলনেত্রী। ইটাহারের সভায় মমতা বলেন, ‘‘বহরমপুর, জঙ্গিপুর আরও কিছু জায়গায় বিজেপির সঙ্গে সমঝোতা করে চলছে কংগ্রেস’’। অন্যদিরে, রামনবমীতে বিজেপির অস্ত্র মিছিল নিয়ে সুর চড়িয়ে মমতার মন্তব্য, ‘‘মা দুর্গার হাতে অস্ত্র মানায়, আর কারও হাতে কেন উঠবে? বাংলায় ভাগাভাগির রাজনীতি বরদাস্ত নয়’’।