Advertisment

ভোটের ফলে ভারতের জয় দেখলেন মোদী

2019 Lok Sabha Election Results in West Bengal Today: টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন ‘‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস = বিজয় ভারত’’। নমো লিখেছেন, ভারত আবারও জয়ী হল।

author-image
IE Bangla Web Desk
New Update
pm narendra modi, নরেন্দ্র মোদী, loksabha election 2019 results bjp, লোকসভা নির্বাচনের ফল ২০১৯

নরেন্দ্র মোদী। ছবি: টুইটার।

Lok Sabha Election 2019 Result: শেষ দফার নির্বাচনের আগে প্রথমবার সাংবাদিক বৈঠকে এসে বলেছিলেন ‘‘তিনশোরও বেশি আসন পেয়ে আবারও সরকার গড়বে বিজেপি’’। মোদীর সেই কথাই ফলে গেল। ট্রেন্ড অনুযায়ী তিনশোরও বেশি আসনে এবার জিতছে এনডিএ। ইতিমধ্যেই তাঁকে জয়ের অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কা, ইজরায়েলের প্রধানমন্ত্রীরা। লোকসভা নির্বাচনের ফল নিয়ে এই প্রথমবার মুখ খুললেন ‘উচ্ছ্বসিত’ মোদী। টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন ‘‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস = বিজয় ভারত’’। নমো লিখেছেন, ভারত আবারও জয়ী হল।

Advertisment

আরও পড়ুন: Lok Sabha Election 2019 Results Live: বিরোধীদের টেক্কা দিয়ে ফের ক্ষমতায় মোদী সরকার

অন্যদিকে, বারাণসী থেকে এবার বিপুল ব্যবাধানে জিততে চলেছেন নরেন্দ্র মোদী। উনিশের নির্বাচনে প্রধানমন্ত্রীর কুর্সি থেকে মোদীকে হঠানোই ছিল বিরোধীদের মূল লক্ষ্য। মোদী ঝড় ঠেকাতে চলতি বছরের শুরু থেকেই জোর তৎপরতা শুরু হয়েছিল বিরোধী শিবিরে। বিজেপিকে ঠেকাতে ভোটের আগে উত্তরপ্রদেশে ‘নজিরবিহীন’ ভাবে একে অপরের হাত ধরেছে সপা-বসপা। কিন্তু মোদীবাহিনীর ভিত নড়াতে পারল না বিরোধীদের মহাজোট। অন্যদিকে, বিরোধীদের জোট তৈরির যিনি মূল কাণ্ডারী, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাতেও এবার বড়সড় সাফল্য পেয়েছেন মোদী-শাহরা। উনিশের লোকসভা নির্বাচনের হাত ধরে বাংলায় বেনজির উত্থান হচ্ছে বিজেপির।

প্রসঙ্গত, ক’দিন আগেই সব এক্সিট পোলই মোদীকে এগিয়ে রেখেছিল। বুথ ফেরত সমীক্ষার ফল দেখে সব মহলেই জোর চর্চা হয়েছিল। হিসেব উল্টো দেখে চোখ কপালে উঠেছিল বিরোধী শিবিরের। সেই এক্সিট পোলের ফলই যেন সত্য হয়ে গেল। ট্রেন্ড অনুযায়ী বিরোধীদের কুপোকাত করে শতযোজন এগিয়ে মোদী-শাহরা। দলের সাফল্যের ছবি সামনে আসার পরই আজ বিকেলে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিজেপি। পাশাপাশি সন্ধেয় দিল্লিতে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদী। দ্বিতীয় বার ক্ষমতায় ফেরার পর দলীয় কর্মীদের কী বার্তা দেন মোদী, সেদিকেই তাকিয়ে জাতীয় রাজনীতি।

bjp PM Narendra Modi lok sabha 2019 General Election 2019
Advertisment