Advertisment

Election 2019 Result via Google, App, Website: ফোনে কীভাবে দেখবেন ভোটের ফলাফল ?

How to Check Election 2019 Results Online via Google App, Website:২৩ মে সকাল ৮টা থেকেই শুরু হবে ভোটগণনা। ঘরে বসে, কাজের ফাঁকে, ভীড় বাসে দাড়িয়ে জেনে ফেলতে পারবেন কে ধরতে চলেছে সরকারের হাল ?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

How to Check Lok Sabha Election 2019 Result Online: বুথ ফেরত সমীক্ষা কতটা সত্যি হবে ? পাসার গুটি কি উল্টাবে ? কার ভাগ্য থাকবে সোনায় মোড়া ? সিংহাসনে কে বসবে ? দেশের গুরু দায়িত্ব কে নেবে কাঁধে ? ফলাফলের দিকে তাকিয়ে আমজনতা। শুরু হয়েছে কাউন্টডাউন । কয়েকঘণ্টা পরেই জানা যাবে সমস্ত উত্তর। ২৩ মে সকাল ৮টা থেকেই শুরু হবে ভোটগণনা। এবছর ৭ দফায় চলেছে ভোটপর্ব। ঘরে বসে, কাজের ফাঁকে, ভীড় বাসে দাড়িয়ে, চলতে ফিরতে জেনে ফেলতে পারবেন কে ধরতে চলেছে সরকারের হাল।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় জানতে পারবেন ভোটগণনার লাইভ আপডেট। এছাড়া ফোনে গুগলে গিয়ে লিখুন, https://www.eci.gov.in/eci-mobile-app/। এই সাইট সকাল আটটা থেকে চালু হবে। এখানেই জানতে পারবেন সারা দিনের চলা হিসেব নিকেশ। এছাড়া ফোনে ডাউনলোড করুন Voter Turnout ও voter helpline অ্যাপ। যেখানে যাবতীয় ভোট সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন আপনি।

publive-image voter helpline app

আরও পড়ুন: রাত পোহালেই ভোটগণনা, কখন জানতে পারবেন ফল?

সাত দফা শেষ হতেই শুরু হয়েছিল এক্সিট পোল। অধিকাংশ এক্সিট পোল বলছে  দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে এনডিএ সরকার। তবে সেই ফলাফল যেন হওয়ারই ছিল এমনটাই মনে করছে মোদী বাহিনী। দু মাসের নির্বাচন ঘিরে একটাই প্রশ্ন এখন কে জিতবে? আর কে হারবে? তাই সকলেই এখন তাকিয়ে ফাইনাল রেজাল্টের দিকে।

কখন জানতে পারবেন ভোটের ফল?

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। কে ধরবে সরকারের হাল? বেলা গড়ালেই স্পষ্ট হয়ে যাবে। উল্লেখ্য, এবার ৫৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। ৮ হাজারের বেশি প্রার্থী এবার ভোটে দাড়িয়েছে।

General Election 2019 election commission
Advertisment