General Election 2019: কংগ্রেসের সঙ্গে জোটে জট, তা সত্ত্বেও হাত ধরার রাস্তা খোলা রাখল বামফ্রন্ট। মঙ্গলবার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। কংগ্রেসের জেতা ৪ আসন ছেড়ে ৩৮ আসনে প্রার্থী দিল বামেরা। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও বহরমপুর কেন্দ্রে প্রার্থী দিল না বামেরা।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
উল্লেখ্য, সোমবার মধ্যরাতে রাজ্যের ১১টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে প্রদেশ কংগ্রেস। রায়গঞ্জ ও মুর্শিদাবাদের মতো বামেদের জেতা আসনেও প্রার্থী দিয়েছে কংগ্রেস। এর আগে শুক্রবার ২৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামফ্রন্ট।
একনজরে জেনে নিন, বাকি ১৩ টি আসনে বাম প্রার্থী কারা?
শ্রীরামপুর- তীর্থঙ্কর রায়
বাঁকুড়া- অমিয় পাত্র
কলকাতা উত্তর- কনীনিকা ঘোষ
হাওড়া- সুমিত্র অধিকারী
ঝাড়গ্রাম- দেবলীনা হেমব্রম
বোলপুর- রামচন্দ্র ডোম
ব্যারাকপুর- গার্গী চট্টোপাধ্যায়
মথুরাপুর- শরৎ হালদার
আসানসোল- গৌরাঙ্গ চট্টোপাধ্যায়
দার্জিলিং- সমন পাঠক
কৃষ্ণনগর- শান্তনু ঝা
তমলুক- শেখ ইব্রাহিম
কাঁথি- পরিতোষ চট্টোপাধ্যায়
বামেদের বাকি কেন্দ্রের প্রার্থী তালিকা দেখতে এখানে ক্লিক করুন
একনজরে বামেদের ৩৮ আসনে প্রার্থীতালিকা
৩৮ আসনে বামেদের প্রার্থী তালিকা।