Advertisment

Lok Sabha Election 2019: মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির

Lok Sabha Election 2019:‘‘যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের কর্মীদের উদ্দেশে মন্তব্য করেছেন, তাতে তিনি যে নির্বাচনী বিধি ভেঙেছেন তা স্পষ্ট। আমরা ওঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’’

author-image
IE Bangla Web Desk
New Update
TMC Candidate list for Lok Sabha Election 2019, mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রার্থীতালিকা

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

General Election 2019: ক’দিন আগেই বীরভূমের সিউড়িতে নির্বাচনী সভায় ‘চমকে ধমকে’ লড়াই করার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর সেই মন্তব্যকে হাতিয়ার করে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল রাজ্য বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যকে সামনে রেখে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। ভোটের প্রচারে এ ধরনের মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলে অভিযোগ তুলেছে বঙ্গ বিজেপি। একইসঙ্গে এ মন্তব্যের প্রেক্ষিতে মমতার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রাজ্য বিজেপির নেতারা।

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

বিজেপির অভিযোগপত্রে বলা হয়েছে, গত বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে একটি সভায় দলের কর্মীদের উদ্দেশে মমতাকে বলতে শোনা গিয়েছে, ‘চমকে ধমকে’ লড়াই করতে। মমতার এমন মন্তব্য নির্বাচনী বিধিভঙ্গের শামিল বলে দাবি বিজেপির। এ প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের কর্মীদের উদ্দেশে মন্তব্য করেছেন, তাতে তিনি যে নির্বাচনী বিধি ভেঙেছেন তা স্পষ্ট। আমরা ওঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’’ যদিও বঙ্গ বিজেপির এহেন অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন: বাবুল কাজ করেন না, নাটক-দাঙ্গা করেন: মমতা

অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে কমিশনে পাল্টা অভিযোগ দায়ের করেছে বাংলার শাসকদল। ইভিএমে বিজেপির প্রতীকের নীচে দলের নাম লেখা রয়েছে। ব্যারাকপুরে মক পোলিংয়ের সময় এ বিষয়টি নজরে আসে বলে দাবি তৃণমূলের। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, শুধুমাত্র দলের প্রতীকই থাকে ইভিএমে,দলের নাম নয়। এ প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘মক পোলিং চলাকালীন বেশ কয়েকটি ইভিএমে বিজেপির নাম লেখা রয়েছে বলে খবর এসেছে। এতে নির্বাচন কমিশনের নিয়মভঙ্গ করা হয়েছে। এ ব্যাপারে আমরা কমিশনে অভিযোগ জানিয়েছি।’’

এ প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘মক পোলিং করছে কমিশনই। যদি সেখানে কোনও বেনিয়ম থেকে থাকে, তা পোল প্যানেল ঠিক করবে। আমাদের এতে কিছু করার নেই।’’

এদিকে, লোকসভা নির্বাচনের বাকি দফাগুলোয় বাংলার সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি নিয়ে এদিন ফের কমিশনে সরব হয়েছে পদ্মবাহিনী। পাশাপাশি ক’দিন আগে হাওড়া আদালতের আইনজীবীদের উপর পুলিশি হামলার বিষয়টি নিয়েও কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি।

Read the full story in English

lok sabha 2019 General Election 2019 bjp tmc Mamata Banerjee
Advertisment