Advertisment

Lok Sabha Election 2019 Winning, Losing Candidates: অমেথিতে হার স্বীকার রাহুলের, ভোপালে জয়ী প্রজ্ঞা, বাকি আসনে এগিয়ে কারা?

Winning/Losing Candidates in 2019 Lok Sabha Election: ভোপালে জিতলেন মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত বিজেপি প্রার্থী প্রজ্ঞা ঠাকুর। রাজ্যের তারকা প্রার্থীদের মধ্যে পিছিয়ে মুনমুন সেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi Lok Sabha Election 2019 Winning, Losing Candidates updates

রাহুল গান্ধী ও প্রজ্ঞা ঠাকুর। ছবি: ফেসবুক পেজ থেকে

2019 Lok Sabha Election Winning, Losing Candidate List: দেশবাসীর রায় মাথা পেতে নিয়ে, নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন রাহুল গান্ধী। ওয়েনাড়ে বিপুল ভোটে জয়ী হলেও রাহুল গান্ধীর হাতছাড়া হয়ে গিয়েছে অমেথি কেন্দ্রটি। এবারের লোকসভা নির্বাচনের সবচেয়ে বিতর্কিত প্রার্থীদের অন্য়তম প্রজ্ঞা ঠাকুর প্রায় ২ লক্ষ ভোটে পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিংকে। এই আসনটি নিয়ে বেশ খানিকটা ধন্দ ছিল কারণ মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞাকে মানুষ নির্বাচন করবেন কি না সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ।

Advertisment

অন্যদিকে প্রার্থী কানহাইয়া কুমারকে নিয়ে অনেকটা আশাবাদী ছিল বামশক্তি। কিন্তু প্রত্যাশাপূরণ হল না। বেগুসরাই আসনটি হারাতে হল দেশের তরুণ প্রজন্মের বাম রাজনীতির মুখ, কানাহাইয়া কুমারকে। ইন্ডিয়ান এক্সপ্রেসের নিজস্ব সূত্রের খবর, বেগুসরাইয়ে সিপিআই প্রার্থী কানহাইয়া কুমার পরাজিত লক্ষাধিক ভোটে। ওই আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী গিরিরাজ সিং। অন্যদিকে অন্ধ্রে বিপুলভাবে পরাজিত তেলুগু দেশম পার্টির প্রায় সব প্রার্থী। গোরখপুর কেন্দ্রে প্রায় দু'লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রবি কিষান।

আরও পড়ুন: Election 2019 Results Winning Candidates List: জয়ের হাসি যাঁদের মুখে, এক নজরে

৫৪৩টি আসনের মধ্যে এবারের নির্বাচনে মোট ৫৪২টি আসনের জন্য ভোটগ্রহণ হয়েছে। এবছর ১১ এপ্রিল থেকে ১৯ মে, মোট ৭টি দফায় নির্বাচন সম্পন্ন হয়। আজ ২৩ মে সকাল ৮টা থেকে সারা দেশেই ভোটগণনা শুরু হয়েছে। এ রাজ্য়ে মোট ৫৮টি ভোট গণনা কেন্দ্রে গণনা চলছে। ইতিমধ্যেই সর্বভারতীয় স্তরে এগিয়ে রয়েছে এনডিএ জোট ৩৪৫টি আসনে এবং ইউপিএ জোট এগিয়ে রয়েছে ৮৬টি আসনে। ৩০০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ৫০টি আসনে।

আরও পড়ুন: Lok Sabha Election 2019 Results Live: তিনশোরও বেশি আসনে এগিয়ে এনডিএ, আমেঠিতে পিছিয়ে রাহুল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে রয়েছেন ২ লক্ষেরও বেশি ভোটে। ওয়েনাড়ে রাহুল গান্ধী এগিয়ে রয়েছেন সাড়ে চার লক্ষ ভোটে কিন্তু অমেথি কেন্দ্রে তিনি পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির থেকে। এই আসনটি যদি রাহুলের হাতছাড়া হয় তবে বড় ধাক্কা হবে সেটা কংগ্রেসের পক্ষে। অন্যদিকে বিহারের সাসারাম আসনে লোকসভার স্পিকার ও কংগ্রেস প্রার্থী মীরা কুমার পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী চেডি পাসওয়ানের থেকে।

সোনিয়া গান্ধী এগিয়ে রয়েছেন রায়বেরিলিতে। গান্ধীনগরে অমিত শাহ এগিয়ে রয়েছেন প্রায় ৩ লক্ষ ভোটে। বিজেপি প্রার্থী রাজ্য়বর্ধন রাঠোর এগিয়ে রয়েছেন জয়পুর কেন্দ্রে ২ লক্ষেরও বেশি ভোটে। আজমগড়ে এগিয়ে রয়েছেন অখিলেশ যাদব ৫০ হাজারেরও বেশি ভোটে।

Nusrat Jahan Leading in Basirhat বসিরহাটে এগিয়ে তৃণমূল প্রার্থী নুসরত জাহান। গ্রাফিক্স: ইন্ডিয়ান এক্সপ্রেস

রাজ্য়ে বেশি রাউন্ডে গণনা হচ্ছে কলকাতা দক্ষিণ ও ঝাড়গ্রাম আসনে। ২৫ রাউন্ডে গণনা চলছে এই দুটি কেন্দ্রে। কলকাতা দক্ষিণ কেন্দ্রে ২ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন মালা রায়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এরাজ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২৩টি কেন্দ্রে, বিজেপি এগিয়ে রয়েছে ১৮টি কেন্দ্রে এবং কংগ্রেস এগিয়ে রয়েছে ১টি কেন্দ্রে।

Mimi Chakraborty leading in Jadavpur তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী এগিয়ে যাদবপুর কেন্দ্রে। গ্রাফিক্স: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন: Lok Sabha Election 2019: ‘মাটির রসগোল্লা’ থেকে ‘থাপ্পড়’, উনিশের প্রচার মাত করলেন মমতা

বাংলা ও দেশের বিভিন্ন কেন্দ্রের গণনার আপডেট এক নজরে---

*গুনা কেন্দ্রে হেরে গেলেন কংগ্রেস প্রার্থী জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া।

*কৃষ্ণনগর কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।

*পটনা সাহিব কেন্দ্রে দেড় লক্ষ ভোটে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, পিছিয়ে কং-প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

*তিরুবনন্তপুরমে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী শশি থারুর।

*পিলিভিটে দেড় লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন বরুণ গান্ধী।

*মুম্বই উত্তরে ২ লক্ষ ভোটে পিছিয়ে রয়েছেন কং-প্রার্থী ঊর্মিলা মাতন্ডকর।

*চণ্ডীগড়ে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কিরণ খের।

*বনগাঁয় এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।

*মালদায় পিছিয়ে তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নুর।

*বহরমপুর কেন্দ্রে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।

*দিল্লি পূর্ব কেন্দ্রে প্রায় ৬০,০০০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর।

*ঝাড়গ্রামে পিছিয়ে দেবলীনা হেমব্রম।

* মেদিনীপুর কেন্দ্রে পিছিয়ে বিজেপি রাজ্য-সভাপতি দিলীপ ঘোষ, এগিয়ে কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া।

*কলকাতা দক্ষিণে রেকর্ড সংখ্যক ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মালা রায়।

*ঘাটালে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী দেব।

*হুগলিতে এগিয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

*বারাসতে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলী ঘোষ দস্তিদার।

*বাঁকুড়ায় প্রায় ১ লক্ষ ভোটে পিছিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়।

*রায়গঞ্জে পিছিয়ে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি, তৃতীয় স্থানে বিদায়ী সাংসদ মহম্মদ সেলিম।

*ডায়মন্ড হারবারে প্রায় দেড় লক্ষ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

*শ্রীরামপুরে ৬৫,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

*ভোপালে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী প্রজ্ঞা ঠাকুর।

*বারাণসী কেন্দ্রে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

*দিল্লি এগিয়ে বিজেপি প্রার্থী হর্ষবর্ধন ও হংস রাজ।

*আসানসোলে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।

*বীরভূমে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।

*মহারাষ্ট্রে এগিয়ে রয়েছেন এনসিপি প্রার্থী সুপ্রিয়া শুলে।

*কলকাতা উত্তরে এগিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়।

*হাওড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্য়ায়।

mimi chakrabarty rahul gandhi General Election 2019
Advertisment