Advertisment

ভোটে হারা মানেই পরাজয় নয়: মমতা

2019 Lok Sabha Election Results in West Bengal Today: নীরবতা ভেঙে টুইটে মমতা লিখলেন, ভোটে হারা মানেই হেরে যাওয়া নয়। পাশাপাশি জয়ীদের অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Election 2019 Results West Bengal, West Bengal Election Results Today

৪২-এ ৪২-এর স্বপ্ন অধরাই থাকছে

Lok Sabha Election Result in West Bengal 2019: ‘বিয়াল্লিশে বিয়াল্লিশের’ লক্ষ্যপূরণ থেকে শতহস্ত দূরে মমতা বন্দ্যোপাধ্যায়। সব হিসেবনিকেশ পাল্টে দিয়েছে উনিশের রায়। মোদী বাহিনীকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের জোট বাঁধতে যিনি মূল কাণ্ডারী ছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ খুললেন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা নিয়ে। এখনও জয়ীদের নাম ঘোষণা না হলেও, ট্রেন্ড অনুযায়ী আবারও দেশে গড়ছে মোদী সরকার। আর বাংলায় নজিরবিহীন ভাবে উত্থান ঘটেছে বিজেপির। উনিশের নির্বাচনের ফল দেখে স্বভাবতই মুখভার বিরোধী শিবিরের। এমন মুহূর্তেই নীরবতা ভেঙে টুইটে মমতা লিখলেন, ভোটে হারা মানেই হেরে যাওয়া নয়। পাশাপাশি জয়ীদের অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী।

Advertisment

আরও পড়ুন: বাংলায় কোন প্রার্থী এগিয়ে, কে পিছিয়ে?

বৃহস্পতিবার টুইটে তৃণমূল সুপ্রিমো লেখেন, সব জয়ীদের অভিনন্দন। তবে হেরে যাওয়া মানে পরাজয় নয়। গোটা ব্যাপারটা খতিয়ে দেখতে হবে, তারপরই মতামত দেব আমরা। গণনা প্রক্রিয়া আগে শেষ হোক।

প্রসঙ্গত, এবার বাংলায় ‘বিয়াল্লিশে বিয়াল্লিশের’ টার্গেট রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীবাহিনীকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের মহাজোটের সেতুবন্ধনের কাজ করতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তৃণমূলনেত্রী। বিরোধী ঐক্যে শান দিতে বেশ কয়েকবার এজন্য দিল্লিও উড়ে যান। সব বিরোধী দলের নেতাদের সঙ্গে এ নিয়ে আলোচনাও চালিয়েছেন। নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করাই ছিল এবার মমতার প্রধান লক্ষ্য। কিন্তু উনিশের রায়ে মমতার সেই লক্ষ্যপূরণ হল না। এক্সিট পোলের ভবিষ্যদ্বাণীই যেন বাস্তব হল। ট্রেন্ড বলছে, তিনশোরও বেশি আসন নিয়ে সরকার গড়ছে মোদীবাহিনী। এদিকে, বাংলায় এবার মমতার দলকে জোর টক্কর দিয়েছে গেরুয়াবাহিনী। তৃণমূলের ঘাড়ে কার্যত নিঃশ্বাস ফেলছে বিজেপি। এ রাজ্যে বিজেপি বড়সড় সাফল্যের মুখ দেখছে।

Mamata Banerjee lok sabha 2019 General Election 2019
Advertisment