Advertisment

Lok Sabha Election 2019: মোদীর মতোই অমিত শাহের ক্লিন চিট নিয়েও কমিশনের ভেতরেই মতের অমিল

অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ ছিল  ৯ এপ্রিলের সভায় বিজেপির সভাপতি কেরালার ওয়ানাড়ের সঙ্গে পাকিস্তানের তুলনা টানেন।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019 Live, amit shah, লোকসভা ভোট ২০১৯, অমিত শাহ

অমিত শাহ।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে মোদীকে আগেই ক্লিন চিট দিয়েছিল নির্বাচন কমিশন। এবার অমিত শাহকে ক্লিন চিট দিল কমিশন। বিজেপির সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে নির্বাচন বিধি লঙ্ঘনের চারটি অভিযোগ উঠেছিল। চারটি অভিযোগই খারিজ করেছে কমিশন। তবে সূত্রের খবর বলছে, অন্তত একটি অভিযোগের ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তে সবাই সহমত ছিল না।

Advertisment

অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ ছিল  ৯ এপ্রিলের সভায় বিজেপির সভাপতি কেরালার ওয়ানাড়ের সঙ্গে পাকিস্তানের তুলনা টানেন। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের আমেঠি ছাড়া কেরালার ওয়ানাড় কেন্দ্র থেকে কংগ্রেসের নির্বাচনী প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। এই অভিযোগে নির্বাচন কমিশন অমিত শাহের পক্ষে ২-১ ভোটে রায় দিয়েছে।

নাগপুরের জনসভায় কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বলেন, "এই রাহুল বাবা জোটের খাতিরে এমন আসন থেকে নির্বাচনী প্রার্থী হয়েছেন, যেখানে একটা মিছিল বেরোলে বোঝা যায় না, সেটা ভারত না পাকিস্তান"।

রাহুল গান্ধীর ৪ এপ্রিলের সভায় ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের পতাকা দেখা যাওয়ার ঘটনার প্রেক্ষিতেই এমন মন্তব্য গড়করির।

আরও পড়ুন, বাংলায় ‘ফণী’ পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে ফোন মোদীর

নির্বাচন কমিশনের তিন সদস্য হলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা, নির্বাচন কমিশনার অশোক লাভাসা এবং সুশীল চন্দ্র। নির্বাচন কমিশন আইন, ১৯৯১-এর ১০ নম্বর ধারা অনুযায়ী প্রতিটি বিষয়েই কমিশনের প্রত্যেক সদস্যকে সহমত হতে হবে। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য দুই কমিশনারের যদি মতের অমিল হয় তবে সঙ্খ্যা গরিষ্ঠতার বিচারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংখ্যালঘু সঙ্খ্যাগুরু নিয়ে নরেন্দ্র মোদীর দেওয়া ১ এপ্রিলের ভাষণ কিমবা দেশের প্রথম ভোটারদের প্রভাবিত করতে লাটুরের ভাষণে বালাকোটের এয়ারস্ট্রাইকের উল্লেখ করা নিয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে ক্লিন চিট পেয়েছেন প্রধানমন্ত্রী। তবে সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে মোদীকে ক্লিন চিট দেওয়ার ব্যাপারে কমিশনের সব সদস্য সহমত ছিলেন না।

সূত্রের খবর প্রতি ক্ষেত্রেই নির্বাচন কমিশনের ৩ সদস্যের মধ্যে একজন কমিশনের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন।

সম্প্রতি রাজস্থানের বারমেরের এক জনসভায় মোদীর বিরুদ্ধে আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। এ খেত্রে অবশ্য কমিশনের তিন সদস্যই সেই অভিযোগ খারিজ করে দেয়। বারমেরের সভায় পাকিস্তানকে উদ্দেশ্য করে মোদী বার্তা দিয়েছিলেন, “ভারতের পারমানবিক শক্তি শুধু দীপাবলির রাতের জন্য তুলে রাখা হয় না”।

Read the full story in English

amit shah election commission General Election 2019
Advertisment