Advertisment

রক্তাক্ত অর্জুন, ব্যারাকপুরে পুনর্নির্বাচনের দাবি বিজেপির

Loksabha Election 2019: ‘‘ব্যারাকপুরে খুব খারাপ ভাবে অর্জুন সিংকে মারধর করা হয়েছে। পোলিং এজেন্টকে বুথে ঢুকতেই দেওয়া হয়নি। তৃণমূলের গুন্ডারা রিগিং করেছে’’।

author-image
IE Bangla Web Desk
New Update
Phase 5 Election 2019 Live, Phase V Lok Sabha Polls Live, লোকসভা নির্বাচন ২০১৯ লাইভ, পঞ্চম দফার লোকসভা নির্বাচন, bjp, বিজেপি, arjun singh, অর্জুন সিং

ব্যারাকপুরে গোলমালের মুহূর্ত। ছবি: টুইটার।

General Election 2019: যত কাণ্ড ব্যারাকপুরে। পঞ্চম দফার লোকসভা নির্বাচনের সাতসকালেই তেতে রইল ব্যারাকপুর। বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের উপর হামলার অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল বাংলার এই লোকসভা কেন্দ্রে। এ ঘটনাকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। ব্যারাকপুর কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে সরব হয়েছে পদ্মশিবির। পুনর্নির্বাচনের দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি।

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

এ প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতা প্রকাশ জাভড়েকর সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘ব্যারাকপুরে খুব খারাপ ভাবে অর্জুন সিংকে মারধর করা হয়েছে। পোলিং এজেন্টকে বুথে ঢুকতেই দেওয়া হয়নি। তৃণমূলের গুন্ডারা রিগিং করেছে। শ্রীরামপুরের অনেক বুথেও ভোটদানে বাধা দেওয়া হয়েছে। মমতাদি হারছেন, তৃণমূল হারছে, তাই রিগিং করে ভোটে জিততে চাইছেন। ব্যারাকপুরে আমরা পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।’’ প্রসঙ্গত, পঞ্চম দফার লোকসভা নির্বাচনের দিন সাতসকালেই আক্রান্ত হন বিজেপি প্রার্থী অর্জুন সিং। বহু জায়গায় অর্জুনকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল।

আরও পড়ুন: ভোটের শুরুতেই রক্তপাত, ব্যারাকপুরে ঠোঁট ফাটল অর্জুনের

ঠিক কী ঘটেছে ব্যারাকপুরে?

সোমবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ ২৪১ নং বুথের সামনে অর্জুনের ওপরে হামলা ঘটেছে। অর্জুন সিং সে সময় ওই এলাকায় কর্মীদের নিয়ে যাচ্ছিলেন। অর্জুনের বিজেপি শিবিরের অভিযোগ, তৃণমূল কর্মীরা গেরুয়া সমর্থকদের ভোটে বাধা দিচ্ছে এবং এজেন্টদের বসতে দিচ্ছে না। অন্যদিকে, তৃণমূল সব অভিযোগ অস্বীকার করেছে। বরং ঘাসফুলকর্মীদের পাল্টা অভিযোগ, অর্জুন সিং এলাকায় আসার পরই গণ্ডগোলের সূত্রপাত। অন্যদিকে, একটি বুথে অর্জুন সিংকে ঢুকতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। নৈহাটির বুথে অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এ প্রসঙ্গে অর্জুন বললেন, ‘‘এসব তৃণমূলের সংস্কৃতি।’’ নৈহাটিতে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অর্জুন। বহিরাগতদের দেখে তাড়া করেন অর্জুন।

bjp lok sabha 2019 General Election 2019 Arjun Singh
Advertisment