Advertisment

ভোট পরবর্তী সংঘর্ষের জের, কাঁকিনাড়ায় রেল অবরোধ

ভোট পরবর্তী সংঘর্ষের প্রতিবাদে কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সকাল ৭টা ৫ মিনিট নাগাদ অবরোধ শুরু হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
kankinara, কাঁকিনাড়া, rail roko, রেল অবরোধ

ভাটপাড়া উপনির্বাচনের ভোটের পরও তেতে রয়েছে কাঁকিনাড়া এলাকা। সোমবার সকালে ভোট পরবর্তী সংঘর্ষের প্রতিবাদে কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সকাল ৭টা ৫ মিনিট নাগাদ অবরোধ শুরু হয়। প্রায় ২ ঘণ্টা পর অবরোধ ওঠে। সপ্তাহের প্রথম দিন অফিস টাইমে রেল অবরোধের জেরে চরম বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। রেল অবরোধের জেরে দেরিতে চলছে বহু ট্রেন।

Advertisment

সূত্র মারফৎ জানা যাচ্ছে, রবিবার ভোটের পর থেকেই উত্তপ্ত ওই এলাকা। এখনও বোমাবাজি চলছে, ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ। ভোট পরবর্তী সংঘর্ষের প্রতিবাদেই এদিন সাতসকালে শিয়ালদা-রানাঘাট শাখায় কাঁকিনাড়ায় রেল অবরোধ করেন স্থানীয়দের একাংশ। ভোট ঘিরে অশান্তির জেরে স্থানীয়দের অনেকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে জখম হয়েছেন বলে খবর। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা।

আরও পড়ুন: অর্জুন উন্মাদ হয়ে বোমা ছুড়ছে: মদন মিত্র

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা ১৩ মিনিট নাগাদ অবরোধ ওঠে। রেল অবরোধের জেরে ১০ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ১৩টি লোকাল ট্রেন দেরিতে চলছে।

প্রসঙ্গত, রবিবার কাঁকিনাড়ার কাটাপুকুর এলাকায় ব্যাপক বোমাবাজি চলে। দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়। তৃণমূলের অভিযোগ, ওই এলাকায় যাচ্ছিলেন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র। সে সময়ই তাঁকে ঘিরে বোমাবাজি চলে। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে শাসকশিবির। এ ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। পরিস্থিতি সামলাতে লাঠি চালায় তারা। এলাকায় কার্ফু জারি করা হয়। এ ঘটনার পরে কাঁকিনাড়ায় তৃণমূলের প্রাক্তন এবং বর্তমানে বিজেপি নেতা অর্জুন সিংকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বাঁঁধে অর্জুন সিংয়ের।

kolkata news West Bengal
Advertisment