Advertisment

বিদ্যাসাগর কলেজে তাণ্ডব, প্রতিবাদে পথে তৃণমূল-বাম-কংগ্রেস

Loksabha Election 2019: বিদ্যাসাগর কলেজে তাণ্ডবের প্রতিবাদে আজ পথে নামছে শাসক থেকে বিরোধী সব পক্ষই। শহরে প্রতিবাদ মিছিলে শামিল তৃণমূল, কংগ্রেস, বাম।

author-image
IE Bangla Web Desk
New Update
Vidyasagar college, বিদ্যাসাগর কলেজ, loksabha election 2019, লোকসভা নির্বাচন ২০১৯

বিদ্যাসাগর কলেজে তাণ্ডবলীলা। ছবি: শশী ঘোষ।

General Election 2019: কলকাতায় ভোটের আগে অমিত শাহর-র রোড শোয় অশান্তি ঘিরে চড়ছে রাজনীতির পারদ। বিজেপি সভাপতির রোড শো ঘিরে মঙ্গলবার অগ্নিগর্ভ হয়ে ওঠে কলকাতার বইপাড়া। রাজনৈতিক সংঘর্ষের উত্তাপে ‘নজিরবিহীন’ ভাবে চুরমার করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। বিদ্যাসাগর কলেজে তাণ্ডবের প্রতিবাদে আজ পথে নামছে শাসক থেকে বিরোধী সব পক্ষই। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বুধবার মিছিল করবে তৃণমূল। একথা মঙ্গলবারই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শাসকদলের পাশাপাশি এ ঘটনার প্রতিবাদ জানাতে পথে নামছে কংগ্রেস ও বামেরাও। এদিকে, তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

বিদ্যাসাগর কলেজে তাণ্ডবের প্রতিবাদে আজ তৃণমূলের ধিক্কার মিছিল শহর কলকাতায়। এদিন সকাল ১১টা নাগাদ কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশ থেকে প্রতিবাদ মিছিল শুরু করে বামেরা। বামফ্রন্টের মিছিলে পা মেলান সীতারাম ইয়েচুরি, বিমান বসুরা। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘‘এটা বাংলার কলঙ্ক, নিরপেক্ষ ভাবে তদন্ত করা হোক। দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক’’। অন্যদিকে, আজ দুপুর ২টোয় কালো ব্যাজ পরে প্রতিবাদ মিছিল প্রদেশ কংগ্রেসের।

আরও পড়ুন: রণক্ষেত্রে শেষ হলো অমিত শাহের কলকাতা রোড শো

এদিকে, মঙ্গলবার কলকাতায় অমিত শাহর রোড শো-তে অশান্তির অভিযোগ জানিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে পদ্মবাহিনী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে সরব হয়েছে বিজেপি। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে এদিন দেখা করেন বিজেপি প্রতিনিধিরা। মমতার প্রচার নিষিদ্ধ করার দাবির পাশাপাশি বাংলায় ভোটে আরও পর্যবেক্ষক নিয়োগের দাবি জানিয়েছে গেরুয়া বাহিনী। বিজেপির অভিযোগের পর মঙ্গলবার রাতেই বাংলায় বিশেষ পর্যবেক্ষকের থেকে এ ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন। অন্যদিকে, অমিত শাহের রোড শো ঘিরে অশান্তি নিয়ে আজ কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূলের সংসদীয় দল।

প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতায় অমিত শাহর রোড শো ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে কলেজ স্ট্রিট চত্বরে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দেন টিএমসিপি সমর্থকরা। পাল্টা বিশ্ববিদ্যালয়ের বাইরে জড়ো হন এবিভিপি সমর্থকরা। রোড শো লক্ষ্য করে ইট-জলের বোতল ছোড়ার অভিযোগ ওঠে টিএমসিপির বিরুদ্ধে। অমিত শাহর গাড়ি যাওযার পরই ওই এলাকা আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। টিএমসিপি-বিজেপি সংঘর্ষ বেঁধে যায়। বিদ্যাসাগর কলেজে ঢুকে তাণ্ডব চালানো হয়। কলেজে থাকা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হয়। কলেজের সামনে বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি কটাক্ষের সুরে লিখেছেন, বাংলায় কি গ্যাংস্টারের সরকার চলছে? অমিত শাহর শান্তিপূর্ণ রোড শো-য় যেভাবে তৃণমূল হামলা চালিয়েছে তা নিন্দনীয়। এতে বাংলায় সুষ্ঠু ও অবাধ ভোট সম্ভব? অন্যদিকে, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন টুইটে লিখেছেন, হিংসা ছড়াতে বহিরাগতদের আনছে বিজেপি। আজ যা হল, তা বাংলা কখনও ক্ষমা করবে না। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে নিন্দায় সরব হয়েছেন সীতারাম ইয়েচুরি ও সূর্যকান্ত মিশ্ররাও। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও।

Read the full story in English

tmc bjp CONGRESS Mamata Banerjee amit shah CPIM lok sabha 2019 General Election 2019
Advertisment