/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/mamata-759-chopa.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।
General Election 2019: হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করে ভোট কিনছে বিজেপি, এ অভিযোগ আগেই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা বিলি করে বিজেপির ভোট কেনা ঠেকাতে এবার তৎপর হলেন তৃণমূলনেত্রী। টাকার বিনিময়ে ভোট কেনা ঠেকাতে পারলে, অভিযুক্তদের ধরতে পারলে, পুরস্কৃত করা হবে। শনিবার হাসনাবাদের সভায় এমন ঘোষণাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মোদীর গাড়ি, কপ্টারে নাকা তল্লাশির দাবি জানিয়ে প্রশাসনের কাছে মমতার আর্তি, ‘‘নাকা তল্লাশি দরকার, আমার গাড়ি থেকেই শুরু করা হোক’’।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
বিজেপি খাস কলকাতায় হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। বিজেপির টাকা বিলি রুখতে তাই সাধারণের উদ্দেশে মমতা এদিন বলেন, ‘‘সীমান্ত থেকে কেউ টাকা নিয়ে এলে টাকার বাক্স কেড়ে নেবেন। পুলিশে অভিযোগ জানাবেন, ছবি তুলে নেবেন। তবে আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা আমার ওয়াচম্যান। একটা টাকাও যেন বিজেপি ঢোকাতে না পারে। নজর রাখবেন ভাল করে। যাঁরা ধরিয়ে দিতে পারবেন, তাঁদের আমরা পুরস্কৃত করব গণতন্ত্রের জন্য’’।
আরও পড়ুন: ‘টাকার বাক্স দিয়ে বাংলায় ভোট করা যাবে না’, ভারতীকে নিশানা মমতার
টাকা বিলি নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে আক্রমণ করে মমতা আরও বলেন, ‘‘ত্রিপুরার মুখ্যমন্ত্রী টাকার বান্ডিল নিয়ে বসে আছেন, কলকাতার হোটেলগুলোয় সকলে বসে আছেন, অজানা লোক দেখলেই বুঝবেন আরএসএসের লোক। ভিন দেশ থেকে এসেছে। পুলিশের গাড়িতে অনেক সময় টাকা নিয়ে আসে। জেড, ওয়াই নিরাপত্তা নিয়ে টাকা নিয়ে যাচ্ছে। এখন আবার নন রেজিস্টার্ড বাইকে করে টাকা বিলোচ্ছে। ত্রিপুরায় টাকা দিয়ে ভোট হয়েছিল, টাকা দিয়ে টাকার কেলঙ্কারি করতে দেব না। বাংলায় এই অসভ্যতা চলবে না’’।
অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ করতে গিয়ে মোদীকেও নিশানা করতে ছাড়েননি মমতা। মোদীর কপ্টার-গাড়িতে নাকা তল্লাশির দাবি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এদিন মমতা বলেন, ‘‘প্রশাসনকে অনুরোধ করছি, প্রয়োজনে আমার গাড়িতে তল্লাশি করুন, কপ্টারে তল্লাশি করুন। কিন্তু মোদীর গাড়ি, কপ্টারও তল্লাশি করতে হবে। সব নেতা-মন্ত্রীদের গাড়িতেও তল্লাশি চালাতে হবে। নাকা তল্লাশি করা দরকার। শুরু হোক আমার গাড়ি দিয়েই’’।
আরও পড়ুন: কলকাতার পুলিশ কমিশনার বদলের ‘আসল কারণ’ জানালেন মমতা
উল্লেখ্য, কর্নাটকের চিত্রদুর্গে ভোটপ্রচারে মোদীর কপ্টারে একটি কালো রঙের বাক্স নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে একটি ভিডিও প্রকাশ্যে আসে। কালো বাক্সে করে টাকা নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ করেন মমতা-সহ বিরোধী নেতারা। এদিকে, গত বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের পিংলায় ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। ভারতী টাকা বিলি করছিলেন বলে অভিযোগ করেছে তৃণমূল।