General Election 2019: টাকা দিয়ে ভোট করছে বিজেপি, আবারও মোদীবাহিনীর বিরুদ্ধে এ অভিযোগ তুলে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে টাকা বিলি করে ভোট করার অভিযোগ নিয়ে সরব হয়ে আবারও ভারতী ঘোষকে নিশানা করলেন মমতা। শুক্রবার ভারতীর নাম না করে অশোকনগরের সভায় তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘কেন নির্বাচনে এত টাকা খরচ হবে? কেন হাওয়ালা মারফৎ এত টাকা এধার-ওধার যাচ্ছে! দেখেও যাঁদের ধরা উচিত ছিল, তাঁরা কেন ধরবেন না? কালকেও দেখেছেন, বিজেপির কোনও প্রার্থী টাকা নিয়ে ধরা পড়েছেন...কেন্দ্রীয় নিরাপত্তায় বিজেপি নেতারা টাকা বিলি করছেন’’। প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্যরাতে পিংলায় লক্ষাধিক নগদ টাকা-সহ আটক করা হয় ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে। ভারতীর গাড়ি থেকে ১ লক্ষ ১৩ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন আইপিএসকে ছেড়ে দেওয়া হয়। কেন ভারতীকে গ্রেফতার নয়? এ প্রশ্ন তুলেই সরব হয়েছে তৃণমূল।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
ভারতীর পাশাপাশি এদিন নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও একই অভিযোগ করে আক্রমণ শানিয়েছেন মমতা। এদিন তৃণমূলনেত্রী বলেন, ‘‘আজও শুনেছি, অনেক নেতা টাকা বিলোতে গিয়েছেন। পুলিশের গাড়িতে জেড প্লাসের নিরাপত্তা নিয়ে টাকার বাক্স যাচ্ছে। দুষ্কৃতীদের টাকা দিয়ে বলা হচ্ছে, ভোট দখল করো, আর গরিবদের এক দু’দিনের জন্য মাংস খাওয়াও। এটা নির্বাচন? প্রচার শেষ হলেই সারা রাত ধরে টাকা বিলি করা হচ্ছে। ভোট কিনতে টাকা ছড়াচ্ছে বিজেপি’’। এরপরই মমতা বলেন, ‘‘কেন্দ্রীয় নিরাপত্তায় টাকা নিয়ে যাচ্ছেন। টাকা ছড়ানো রুখতে রাত পাহাড়া দিতে হবে। বাইরে থেকে বাংলায় বাক্স করে টাকা নিয়ে আসছে। বাংলায় বাক্স দিয়ে ভোট করা যাবে না।’’
আরও পড়ুন: মধ্যরাতে ভারতী ঘোষ আটক, মেদিনীপুরে ধুন্ধুমার
টাকা বিলির অভিযোগ প্রসঙ্গে মোদীকে একহাত নিয়ে মমতা বলেন, ‘‘আমরা যখন কপ্টার থেকে নামি, যে কেউই ছবি তুলতে পারেন, মোদী যেখানে নামছেন, কোনও সংবাদমাধ্যমকে কেন ঢুকতে দেওয়া হয় না? কেন কমিশনের ফটোগ্রাফাররাও ঢোকেন না? একদিন বেরিয়ে গিয়েছিল, বাক্স যাচ্ছে। এরকম বাক্স দিয়ে বাংলায় ভোট হবে না। আগে তো খেতে পেতে না। এখন এত টাকা এল কোথা থেকে? নোট বাতিলের টাকা? জবাব দিতে হবে, নোট বাতিল করে কত টাকা কামিয়েছেন? রাফাল থেকে কত টাকা কামিয়েছেন?’’
উল্লেখ্য, কর্নাটকের চিত্রদুর্গে ভোটপ্রচারে মোদীর কপ্টারে একটি কালো রঙের বাক্স নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে একটি ভিডিও প্রকাশ্যে আসে। ওই ভিডিওয় দেখা গিয়েছে, কয়েকজন যুবক কালো রঙের একটি বাক্স তড়িঘড়ি করে নিয়ে গিয়ে একটি সাদা রঙের গাড়িতে তুলছেন। এই ভিডিওকে ঘিরে লোকসভা ভোটের বাজারে দিল্লির রাজনীতি সরগরম হয়। ভোটের প্রচারে বিজেপি টাকা বিলোচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। ওই বাক্সে কী ছিল, তা নিয়ে প্রশ্নও তুলেছে তারা।