নির্বাচনী প্রচারে নানা ভাবে বাধা দিচ্ছে বিজেপি। এমনকী ওদের চাপে পড়ে হেলিকপ্টারের জন্য অগ্রিম টাকা দেওয়ার পরও তা বাতিল করে দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। ধর্না মঞ্চের শেষ দিনে এভাবেই তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হেলিকপ্টার আটকালেও, আটকানো যাবে না মমতাকে। প্রয়োজনে তিনি হেঁটে বা সাইকেলে প্রচার করবেন। আর এ ছাড়া অনলাইন তো আছেই। প্রচার আটকাতে পারবে না বিজেপি। স্পষ্ট করে দিলেন নাছোড় মমতা।
আসন্ন লোকসভা নির্বাচনের আগে এদিন সব রাজনৈতিক দলকেই আগাম সতর্ক করে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকেই উদ্যোগ নেওয়ার জন্য তিনি আবেদন জানান বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে। মমতার মতে, "ওরাই শুধু হেলিকপ্টার নিয়ে প্রচার করবে। বিরোধী দলগুলোকে সেই সুযোগ দিতে চায় না। যা খুশি তাই করছে বিজেপি। আগাম ব্যবস্থা না নেওয়া হলে বিরোধী প্রার্থীরা নির্বাচনে প্রচারই করতে পারবেন না। তবে যাঁদের নিজস্ব কপ্টার আছে তাঁদের কথা আলাদা।"
আরও পড়ুন, মোদীকে চরম আক্রমণ করে ধর্না প্রত্যাহার মমতার
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, লোকসভা নির্বাচনী প্রচারের এক প্রস্থ মহড়া হয়ে গেল মমতার ধর্না মঞ্চ থেকেই। কিন্তু কী হয়েছিল এর আগে হেলিকপ্টার নিয়ে? তৃণমূল নেত্রীর দাবি, "এর আগে অ্যাডভান্স দেওয়ার পরও সংশ্লিষ্ট সংস্থা আমাদের বুকিং বাতিল করে দিয়েছে। ১৫ জানুয়ারি নিয়মমত বুকিং করেছি। ১ ফেব্রুয়ারি আমাদের জানিয়ে দেওয়া হয়, হেলিকপ্টার দেওয়া যাবে না। শুধু বিজেপির চাপের জন্য এই কাজ করেছে।" এই বিষয়ে নির্বাচন কমিশনে যাবেন বলে জানান তিনি। তিনি জানান, হেলিকপ্টার না থাকলে পায়ে হেঁটে, গাড়িতে, প্রয়োজনে সাইকেলে প্রচার করব। এমনকী অনলাইন, ডিজিটালও আছে, আছে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা। মমতা মনে করেন, "এসব বন্ধ হওয়া দরকার। এতে হয়ত সাময়িক লাভবান হওয়া যায়, তবে চিরকালের জন্য নয়।"
আরও পড়ুন, মমতার ধর্নায় জাতীয় রাজনীতির উত্থান
শুধু কপ্টার বিতর্ক নয়, নানাভাবে দিল্লিতে প্রচারের কাজেও বিজেপি বাধা দিচ্ছে বলে তৃণমূল সুপ্রিমোর অভিযোগ। তাঁর দাবি, "দিল্লিতে কেউ আমাদের পোস্টার ছাপাতে চায় না। তৃণমূলের সাংসদদের ফিরিয়ে দেওয়া হয়। বিজেপির চাপে তারা পোস্টার, লিফলেট, ফ্ল্যাগ পর্যন্ত করতে চায় না।"
প্রসঙ্গত, মমতা যেমন হেলিকপ্টার না পাওয়ার বিষয়ে অভিযোগ করেছেন, তেমনই তাঁর প্রশাসনের বিরুদ্ধে বারবার রাজ্যে হেলিকপ্টার অবতরণের অনুমতি না দেওয়ার অভিযোগ করেছে বিজেপি। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের প্রাক্কালে অন্যতম ইস্যু হয়ে উঠেছে হেলিকপ্টার।