Advertisment

ভোট প্রস্তুতি শুরু, দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে মমতা

দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, চেয়ারম্যান এবং অন্যান্য নেতারা সবাই উপস্থিত থাকবেন সোমবারের নেতাজী ইনডোরের বৈঠকে। কেন্দ্র এবং রাজ্যস্তরে লোকসভার আগে দলের কী করনীয়, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী দলের সদস্যদের বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলেই খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

মার্চের গোড়াতেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে শুরু করেছে সব রাজনৈতিক দলই। পিছিয়ে নেই বাংলার শাসক দলও। লোকসভাকে মাথায় রেখে আগামী সোমবার দলীয় বৈঠক ডেকেছেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে নামার আগে দলের সদস্যদের সঙ্গে আলোচনা করতেই বৈঠকের আয়োজন করা। মহাজোট বৈঠকে যোগ দিতে রাজধানীতে যাওয়ার আগেই দলের সঙ্গে সব আলোচনা করে নিতে চাইছেন মমতা।

Advertisment

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, চেয়ারম্যান এবং অন্যান্য নেতারা সবাই উপস্থিত থাকবেন সোমবারের নেতাজী ইনডোরের বৈঠকে। কেন্দ্র এবং রাজ্যস্তরে লোকসভার আগে দলের কী করনীয়, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী দলের সদস্যদের বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলেই খবর।

আরও পড়ুন, “ভোটের আগে যুদ্ধের কথা মনে পড়ল?”

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার বক্তব্য, "আমরা সবাই ওনার নির্দেশের অপেক্ষায় রয়েছি। কেন্দ্রে মোদীর বিরুদ্ধে বিরোধীদের একজোট করায় তৃণমূল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা করছি কী ভাবে প্রচার চালাতে হবে, কী করনীয়, এবং কী করা চলবে না, মুখ্যমন্ত্রী আমাদের সব বলে দেবেন। বিজেপি যখন সাম্প্রদায়িক বিভাজনে প্রশ্রয় দিয়ে উত্তেজনার পরিবেশ বজায় রাখতে চাইছে, আমাদের নেত্রী তৃণমূল স্তর থেকে সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়বেন"।

বাংলার বাইরে অন্য রাজ্যেও কিছু প্রার্থী দেওয়ার কথা ভাবছে তৃণমূল।দল সূত্রে জানা গিয়েছে মার্চ মাস থেকে নেতাদের লোকসভার প্রচারে রাস্তায় নামার নির্দেশ দেবেন মমতা। ফেব্রুয়ারি মাসে রাজ্য জুড়ে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক থাকায় লাউড স্পিকার ব্যবহার করা সম্ভব হয়নি। সোমবারের বৈঠকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচী নিয়েও আলোচনা হওয়ার কথা।

সূত্রের খবর, জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও দলের সদস্যদের প্রতি কিছু বার্তা রাখবেন মমতা। দুষ্কৃতীর গুলিতে  নদীয়ার কৃষ্ণগঞ্জে বিধায়ক সত্যজিৎ বিশ্বাস এবং দক্ষিণ চব্বিশ পরগণায় আরেক তৃণমূল নেতার মৃত্যুকে ঘিরে সম্প্রতি রাজ্যে অশান্তি ছড়িয়েছিল। সেই নিয়েও আলোচনা হবার সম্ভাবনা রয়েছে।

Mamata Banerjee lok sabha 2019
Advertisment