প্রথা ভাঙবেন না তৃণমূল নেত্রী। গত দু'বারের মতো ১৭তম বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার দিনও কালীঘাটের বাড়িতেই থাকবেন তিনি। সেখান থেকেই ভোটের গণনা ও ফলাফলের উপর নজর রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে 'পরিবর্তনের ভোটে' বাংলায় মসনদে এসেছিল তৃণমূল। প্রত্যাবর্তান ঘটেছিল ২০১৬-তে। সেই দু'বারই কালীঘাটের বাড়িতে বলেই ভোটের ফলাফলে নজর রেখেছিলেন নেত্রী। তারপরই হরিশ চ্য়াটার্জী স্ট্রীটে ভেঙে পড়েছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।
তৃতীয়বার বাংলা দখলে 'আত্মবিশ্বাসী' মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই দলীয় প্রার্থী ও এজেন্টদের বৈঠকে মরিয়া লড়াইয়ের বার্তা দিয়ে মনোবল বাড়িয়েছেন তৃণমূল নেত্রী।
তবে এবারে কোভিড সংক্রমণের কারণে মমতার কালীঘাটের বাড়িতে সকলের প্রবেশাধিকার নিয়ন্ত্রণবিধি রয়েছে। গণনার পর দলীয় নেতা-কর্মীদের ঢল এবার নেত্রীর বাড়ির সামনে দেখা যাবে না।
তৃণমূল সূত্রের খবর, ফলাফলের উপর নজর রাখতে কালীঘাট ও তৃণমূল ভবনে পৃথক দু’টি কন্ট্রোলরুম করা হয়েছে। যার রাশ থাকবে হরিশ চ্যাটার্জী স্ট্রিটে তৃণমূলের দফতরেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন