Advertisment

মহারণের ফলাফল, কালীঘাটের বাড়ি থেকেই লক্ষ্য রাখবেন মমতা

তবে এবারে কোভিড সংক্রমণের কারণে মমতার কালীঘাটের বাড়িতে সকলের প্রবেশাধিকার নিয়ন্ত্রণবিধি রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee, West Bengal ElectionPolls result 2021

এক্সপ্রেস ফটো- পার্থ পাল

প্রথা ভাঙবেন না তৃণমূল নেত্রী। গত দু'বারের মতো ১৭তম বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার দিনও কালীঘাটের বাড়িতেই থাকবেন তিনি। সেখান থেকেই ভোটের গণনা ও ফলাফলের উপর নজর রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে 'পরিবর্তনের ভোটে' বাংলায় মসনদে এসেছিল তৃণমূল। প্রত্যাবর্তান ঘটেছিল ২০১৬-তে। সেই দু'বারই কালীঘাটের বাড়িতে বলেই ভোটের ফলাফলে নজর রেখেছিলেন নেত্রী। তারপরই হরিশ চ্য়াটার্জী স্ট্রীটে ভেঙে পড়েছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।

Advertisment

তৃতীয়বার বাংলা দখলে 'আত্মবিশ্বাসী' মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই দলীয় প্রার্থী ও এজেন্টদের বৈঠকে মরিয়া লড়াইয়ের বার্তা দিয়ে মনোবল বাড়িয়েছেন তৃণমূল নেত্রী।

তবে এবারে কোভিড সংক্রমণের কারণে মমতার কালীঘাটের বাড়িতে সকলের প্রবেশাধিকার নিয়ন্ত্রণবিধি রয়েছে। গণনার পর দলীয় নেতা-কর্মীদের ঢল এবার নেত্রীর বাড়ির সামনে দেখা যাবে না।

তৃণমূল সূত্রের খবর, ফলাফলের উপর নজর রাখতে কালীঘাট ও তৃণমূল ভবনে পৃথক দু’টি কন্ট্রোলরুম করা হয়েছে। যার রাশ থাকবে হরিশ চ্যাটার্জী স্ট্রিটে তৃণমূলের দফতরেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021 tmc
Advertisment