Advertisment

‘‘গরিবদের ন্যূনতম রোজগারের প্রতিশ্রুতি কি ভুয়ো?’’ রাহুলকে প্রশ্ন মায়াবতীর

‘‘ওঁর এই প্রতিশ্রুতি কি ‘গরিব হঠাও’ কিংবা কালো টাকা নিয়ে বর্তমান সরকারের প্রতিশ্রুতি, অচ্ছে দিনের মতোই ভুয়ো? কংগ্রেস ও বিজেপি, দু’দলই ব্যর্থ। ওরা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।’’

author-image
IE Bangla Web Desk
New Update
mayawati, মায়াবতী

বসপা নেত্রী মায়াবতী। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

লোকসভা ভোটের আগে রাহুলের প্রতিশ্রুতি নিয়ে এবার আসরে নামলেন মায়াবতী। উনিশে কেন্দ্রে ক্ষমতায় এলে দেশে গরিবদের ন্যূনতম রোজগার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন রাগা। সোনিয়া পুত্রের সেই প্রতিশ্রুতিকেই এবার বিঁধলেন বসপা সুপ্রিমো। মঙ্গলবার মায়াবতী এ প্রসঙ্গে ইন্দিরা গান্ধীর দারিদ্র দূরীকরণের প্রতিশ্রুতির কথা যেমন বলেছেন, তেমনই ২০১৪ সালে লোকসভা ভোটে মোদীর অচ্ছে দিনের প্রসঙ্গও টেনেছেন।

Advertisment

আরও পড়ুন, রাফাল বিতর্কের মধ্যেই রাহুল-পারিকর সাক্ষাৎ

এদিন সংবাদসংস্থা এএনআই-কে মায়াবতী বলেছেন, ‘‘ওঁর এই প্রতিশ্রুতি কি ‘গরিব হঠাও’ কিংবা কালো টাকা নিয়ে বর্তমান সরকারের প্রতিশ্রুতি, অচ্ছে দিনের মতোই ভুয়ো? কংগ্রেস ও বিজেপি, দু’দলই ব্যর্থ। ওরা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।’’ উল্লেখ্য, উত্তরপ্রদেশে কংগ্রেসের হাত না ধরেই জোট ঘোষণা করেছে সপা-বসপা। জোটে কংগ্রেসকে না রাখার কারণ হিসেবে মায়াবতী বলেছিলেন, কংগ্রেস ও বিজেপির মধ্যে কোনও ফারাক নেই। কংগ্রেসকে জোটে রেখে কোনও লাভ নেই। যে জোট ঘোষণার পর সে রাজ্যের ৮০টি কেন্দ্রে একলা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধীরা।

এদিকে, উনিশের নির্বাচনে কেন্দ্রে ক্ষমতায় এলে, দেশে গরিবদের ন্যূনতম রোজগার নিশ্চিত করা হবে বলে সোমবার ছত্তিসগড়ের সভায় ঘোষণা করেন রাহুল গান্ধী। এ নিয়ে পরে টুইটারে রাহুল লেখেন, ‘‘আমরা নতুন ইন্ডিয়া গড়তে পারিনি, যেখানে আমাদের লক্ষ লক্ষ ভাই-বোনেরা দারিদ্রতার শিকার। ২০১৯ সালে যদি ভোট দিয়ে আমাদের ক্ষমতায় আনেন, তবে দেশের প্রতিটি গরিবকে ন্যূনতম রোজগার দেওয়া হবে। এটাই আমাদের লক্ষ্য ও প্রতিশ্রুতি।’’ রাহুলের এহেন প্রতিশ্রুতি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেছেন, ‘‘ভারতের জনগণ কংগ্রেসের প্রকৃত রূপ চেনেন।’’

Read the full story in English

rahul gandhi Mayawati
Advertisment