রাফাল নিয়ে সোমবারই টুইটারে গোয়ার মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছিলেন রাহুল গান্ধী। ২৪ ঘণ্টা পরই সেই মনোহর পারিকরের সঙ্গেই দেখা করলেন কংগ্রেস সভাপতি। মঙ্গলবার পারিকরের সঙ্গে বৈঠকও সেরেছেন রাহুল। গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ ‘ব্যক্তিগত’ কারণে বলেই এদিন টুইটারে জানিয়েছেন রাজীব পুত্র। এদিকে, রাফাল বিতর্কের মধ্যেই মনোহর পারিকরের সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, রাফালে ইস্যু নিয়ে গতকালই টুইটারে সরব হন রাহুল। সোমবার টুইটারে রাহুল লেখেন, ‘‘৩০ দিন হয়ে গেল রাফাল নিয়ে গোয়া অডিও টেপ সামনে এসেছে। কোনও এফআইআর হল না, কোনও তদন্ত হচ্ছে না। মন্ত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেই! এ থেকেই স্পষ্ট যে, টেপটি খাঁটি। গোয়ার মুখ্যমন্ত্রীর কাছে সেই গোপন ফাইল রয়েছে। সেজন্যই তিনি প্রধানমন্ত্রীর থেকে বেশি ক্ষমতাবান।’’
This morning I visited Goa CM, Manohar Parrikar, to wish him a speedy recovery. It was a personal visit.
Later this afternoon I will address Polling Booth Committee Members from all over Kerala, in Kochi. The meeting will be LIVE on my Facebook page.https://t.co/NraAer1ksf
— Rahul Gandhi (@RahulGandhi) January 29, 2019
আরও পড়ুন, গোয়ায় বিপন্ন বিজেপি, কংগ্রেসের চক্রান্ত, বললেন মন্ত্রী
প্রসঙ্গত, রাফাল ইস্যু নিয়ে একটি অডিও টেপ প্রকাশ্যে আসে। ওই অডিও টেপে স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে ও এক সাংবাদিকের কথোপকথন শোনা গিয়েছে। রানেকে এক সাংবাদিককে বলতে শোনা গিয়েছে যে, মন্ত্রিসভায় পারিকর জানিয়েছেন, তাঁর বাড়িতে রাফাল চুক্তি সংক্রান্ত ফাইল রয়েছে। যদিও এ ধরনের কথোপকথন কার্যত উড়িয়ে দিয়েছেন ওই মন্ত্রী। অডিও টেপটি কংগ্রেস বানিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। রানে আরও বলেছিলেন যে, এ ঘটনার তদন্ত করে দেখা হোক।
এদিন টুইটারে রাহুল লিখেছেন, ‘‘আজ সকালে গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। এটা ব্যক্তিগত সাক্ষাৎ ছিল।’’ পারিকরের দ্রুত আরোগ্য কামনা করতেই যে তিনি তাঁর সঙ্গে দেখা করেছেন, সেকথাও উল্লেখ করেছেন কংগ্রেস সভাপতি। অন্যদিকে, পারিকরের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দলের ১২ জন বিধায়কের সঙ্গেও বৈঠক সারেন রাহুল। গোয়া বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনই ওই বিধায়করা ওয়াক আউট করেন।
Read the full story in English