Advertisment

Lok Sabha Election 2019: উনিশে চমক সপার, ভোটে লড়ছেন মুলায়ম

2019 Lok Sabha Elections: ১৯৯৬, ২০০৪ ও ২০০৯ সালে মইনপুরি কেন্দ্র থেকেই লড়েছিলেন মুলায়ম। গতবারের লোকসভা নির্বাচনে মইনপুরির পাশাপাশি আজমগড় থেকেও প্রার্থী হয়েছিলেন মুলায়ম। দুই কেন্দ্রেই জয়ী হয়েছিলেন সপার প্রতিষ্ঠাতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Mulayam Singh Yadav, মুলায়ম সিং যাদব

মুলায়ম সিং যাদব। ছবি: বিশাল শ্রীবাস্তব, ইন্ডিয়ান এক্সপ্রেস।

General Election 2019: লোকসভা ভোটে সপা শিবিরে বড় চমক। উনিশের নির্বাচনে লড়ছেন মুলায়ম সিং যাদব। সপার শক্ত ঘাঁটি মইনপুরি থেকেই এবার প্রার্থী হচ্ছেন মুলায়ম। শুক্রবার লোকসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশের ৬টি লোকসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। মুলায়মকে প্রার্থী করে উত্তরপ্রদেশে রাজনীতিতে অখিলেশ যাদবরা বড় চমক দিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের। উল্লেখ্য, কয়েকদিন আগেই মোদীর পাশে থাকার বার্তা দিয়ে মুলায়ম বলেছিলেন, ‘‘নরেন্দ্র মোদীকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’’ মুলায়মের যে মন্তব্য তোলপাড় হয়েছিল উত্তরপ্রদেশের রাজনীতি।

Advertisment

প্রসঙ্গত, ১৯৯৬, ২০০৪ ও ২০০৯ সালে মইনপুরি কেন্দ্র থেকেই লড়েছিলেন মুলায়ম। গতবারের লোকসভা নির্বাচনে মইনপুরির পাশাপাশি আজমগড় থেকেও প্রার্থী হয়েছিলেন মুলায়ম। দুই কেন্দ্রেই জয়ী হয়েছিলেন সপার প্রতিষ্ঠাতা।

আরও পড়ুন, কংগ্রেসের প্রথম তালিকা প্রকাশিত, নাম নেই প্রিয়াঙ্কার

বদাউন কেন্দ্র থেকে ভোটে লড়ছেন সাংসদ ধর্মেন্দ্র যাদব। ফিরোজাবাদ থেকে প্রার্থী হচ্ছেন অক্ষয় যাদব। এটাওয়া থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন কমলেশ কাঠারিয়া। রবার্টসগঞ্জ থেকে লড়বেন ভাইলাল কোল। বাহারাইচ কেন্দ্রে ভোটে লড়ছেন সাব্বির বাল্মীকি।

উল্লেখ্য, এবারের ভোটে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে জোট বেঁধেছে উত্তরপ্রদেশে একসময়ের দুই চির প্রতিদ্বন্দ্বী সপা ও বসপা। উত্তরপ্রদেশে ৩৮টি আসনে প্রার্থী দেবে বসপা। অন্যদিকে, ৩৭টি আসনে লড়বে সপা। কংগ্রেসি ঐতিহ্যের কথা মাথায় রেখে আমেঠি ও রায়বরেলি কেন্দ্র ছেড়েছেন অখিলেশ-মায়াবতীরা। বৃহস্পতিবার প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। সব জল্পনার উড়িয়ে এবারও রায়বরেলি থেকে প্রার্থী হচ্ছেন সোনিয়া গান্ধী। আমেঠি থেকেই এবার লড়ছেন রাহুল।

Read the full story in English

lok sabha 2019 General Election 2019
Advertisment