কেবল রাজ্যের নয়, একুশের নির্বাচনে দেশের নজর রয়েছে আজ নন্দীগ্রামে। পশ্চিমবঙ্গের চার রাজ্যের ৩০টি আসনে আজ ভোটগ্রহণ চলছে। যদিও হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম। এর কারণ একটাই- মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। একদা নেত্রীর বিরুদ্ধে আজ মহারণে শিশির-পুত্র। যদিও বৃহস্পতিবার সকালে আত্মপ্রত্যয়ের সুর শোনা গেল বিজেপি নেতার গলায়।
এদিন সকালে বাইকে করে গিয়ে নন্দীগ্রামের নন্দনায়েকবাড়ের ৭৬ নম্বর বুথে ভোট দিলেন শুভেন্দু অধিকারী। ভোট দিয়ে বেড়িয়ে বললেন, ‘ভোটারদের সঙ্গে পুরনো সম্পর্ক। এখানে জিতব। জমি আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বাজে কথা বলছেন।’ সঙ্গে বলেন, ‘অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য সকলকে আবেদন করছি। উন্নয়ন জিতবে, তোষণ পরাজিত হবে। সোনার বাংলা তৈরি হবে।’ যদিও অনেকেই মনে করছে জোড়া-ফুলের বিরুদ্ধে তোষণ রাজনীতির অভিযোগ তুলে মেরুকরণের তাস খেললেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।
আরও পড়ুন, উত্তপ্ত নন্দীগ্রাম, সোনাচূড়ায় বোমাবাজির অভিযোগ, কাঠগড়ায় বিজেপি
নন্দীগ্রামে নিজের কেন্দ্রে সকাল সকাল ভোট দেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমকে শুভেন্দু বলেন, “ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণেই রয়েছে। মানুষের উন্নয়নের আশা নিয়ে ভোট দিতে এসেছে।” উল্লেখ্য, এদিন সকালে বাইকে করে ভোট দিতে আসেন শিশির-পুত্র। সঙ্গে ছিল প্রচুর নিরাপত্তা কর্মী।
আজ বাংলায় চার জেলার ৩০ কেন্দ্রে ভোটগ্হণ শুরু হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনার ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। পূর্ব মেদিনীপুরের যে ৯ কেন্দ্রে ভোট চলছে সেগুলো হল- নন্দীগ্রাম, পূর্ব পাঁশকুড়া, পশ্চিম পাঁশকুড়া, তমলিক, হলদিয়া, মহিষাদল, ময়না, নন্দকুমার, চণ্ডীপুর। পশ্চিম মেদিনীপুরেও ৯ কেন্দ্রে ভোট চলছে। কেন্দ্রগুলো গল- ডেবরা, কেশপুর, চন্দ্রকোণা, ঘাটাল, দাসপুর, খগড়গপুর, পিংলা, সবং, নারায়ণপুর। বাঁকুড়া ৮ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রগুলো হল- তালডাোলা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী। ভোট চলছে দক্ষিণ ২৪ পরগনার চার কেন্দ্র পাথরপ্রতিমা, গোসাবা, সাগর ও কাকদ্বীপে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন