কেদারনাথ যাত্রার মিডিয়া প্রচার করে নিয়ম ভেঙেছেন মোদী, অভিযোগে মুখর বিরোধীরা

রবিবার সকালে হিমালয়ের কোলে ওই মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রী আদর্শ আচরণ বিধি লাগু থাকা সত্ত্বেও তাঁকে মন্দিরে আসার অনুমতি দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

রবিবার সকালে হিমালয়ের কোলে ওই মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রী আদর্শ আচরণ বিধি লাগু থাকা সত্ত্বেও তাঁকে মন্দিরে আসার অনুমতি দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

author-image
IE Bangla Web Desk
New Update
narendra modi kedarnath

ছবি সৌজন্য: নরেন্দ্র মোদীর টুইটার পেজ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেদারনাথ সফর এবং মিডিয়ার সঙ্গে কথোপকথনকে "আদর্শ আচরণ বিধির চূড়ান্ত অবমাননা" এবং "অনৈতিক" বলে বর্ণনা করে রবিবার জাতীয় নির্বাচন কমিশনকে পৃথকভাবে চিঠি দিল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস। দলের তরফে লেখা চিঠিতে তৃণমূল মুখপাত্র ডেরেক ও'ব্রায়ান এই ঘটনাকে "অনৈতিক এবং নীতিগত অন্যায়" বলে বর্ণনা করেছেন।

Advertisment

"২০১৯ লোকসভা নির্বাচনের প্রচারপর্ব শেষ হয়ে গিয়ে থাকার কথা ১৭ মে, সন্ধ্যা ছটায়। বিস্ময়করভাবে, নরেন্দ্র মোদীর কেদারনাথ যাত্রা গত দুদিন ধরে জাতীয় এবং স্থানীয় মিডিয়ায় ক্রমাগত অবাধে প্রচার পেয়ে চলেছে। এতে আদর্শ আচরণ বিধি চূড়ান্ত অবমাননা ঘটছে," চিঠিতে লেখেন ডেরেক।

রবিবার সকালে হিমালয়ের কোলে ওই মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রী আদর্শ আচরণ বিধি লাগু থাকা সত্ত্বেও তাঁকে মন্দিরে আসার অনুমতি দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

Advertisment

আরও পড়ুন: শেষ দফার নির্বাচনের আগেই কেদারনাথে মোদী

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাত্রা মিডিয়ায় যে ধরনের প্রচার পেয়েছে, তাতে আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে। তিনি জানান যে তিনি কমিশনের কাছে আবেদন করেছেন যাতে মোদীর সফরের মিডিয়া প্রচার বন্ধ করার নির্দেশ দেয় কমিশন, এবং এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। "যেভাবে উনি (মোদী) কেদারনাথ মন্দির সফরের মিডিয়া কভারেজ নিশ্চিত করেছেন, তাকে আদর্শ আচরণ বিধি ভঙ্গ ছাড়া আর কিছু বলা যায় না। ওঁর সফরের খবর মিডিয়ার সর্বত্র। এটা কি ভোটের আগে ভোটারদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করার চেষ্টা নয়?" প্রশ্ন তোলেন প্রদীপবাবু।

এর আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, কেদারনাথ মন্দিরের 'মাস্টার প্ল্যান' তৈরি হয়ে গিয়েছে। মিডিয়ার মাধ্যমে শহরের উন্নতির কথা বাইরের দুনিয়াকে জানানো যাবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: গুহায় রাত কাটিয়ে পুজো দিলেন নরেন্দ্র মোদী

ওদিকে ডেরেক বলেন, "ওঁর সফরের প্রতিটি খুঁটিনাটি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে সরাসরি বা ঘুরপথে ভোটারদের প্রভাবিত করতে।" তাঁর আরও বক্তব্য, নেপথ্যে "মোদী মোদী" ধ্বনিও শোনা যাচ্ছে, এবং এই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে ভোটের দিন "ভোটারদের প্রভাবিত করার অসৎ উদ্দেশ্য" নিয়ে। ডেরেক যোগ করেন যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কোনও পদক্ষেপ না নেওয়া দুর্ভাগ্যজনক।

চিঠিতে দেওয়া তাঁর বয়ানের সারমর্ম হলো, "নির্বাচন কমিশন, যা গণতন্ত্রের উচ্চতম প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রক্রিয়ার চোখ-কান, আজ আদর্শ আচরণ বিধি ভঙ্গের চরম নিদর্শন দেখেও অন্ধ এবং বধির। আমি আপনাদের অনুরোধ করব, এই মুহূর্তে ব্যবস্থা নিয়ে এই ধরনের চোরাগোপ্তা এবং অন্যায় প্রচার বন্ধ করুন, যা কিনা অনৈতিকও বটে।"

narendra modi All India Trinamool Congress