Lok Sabha Election 2019, Exit Poll India: পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রে সদ্য শেষ হল ১৭ তম লোকসভা নির্বাচন। ১১ এপ্রিল থেকে ১৯ মে, এক মাসেরও বেশি সময় ধরে সাত দফায় চলেছে দেশের ৫৪৩ টি লোকসভা কেন্দ্রের নির্বাচন। এবার পালা বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের। কোন দলের কতগুলি কেন্দ্রে জেতার সম্ভাবনা বেশি এবং দেশের আগামী সরকার গঠনের সম্ভাব্য হিসেব নিয়ে আয়োজিত সমীক্ষার নামই এক্সিট পোল। সব জল্পনার অবসান অবশ্য হবে আগামী ২৩ মে। নির্বাচনের ফলাফল ঘোষণা হবে সেদিন।
জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬ (এ) ধারা অনুযায়ী এক্সিট পোলের উপর থেকে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল রবিবার সন্ধে সাড়ে ৬টায়, লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফা সম্পন্ন হওয়ার পর। বুথ ফেরত পরীক্ষা, এই নাম থেকেই বোঝা যাচ্ছে ভোটাররা ভোট দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে এক্সিট পোল করা হয়। কোন দল সরকার গঠন করতে পারে তার একটা হাওয়া বোঝা যায় এক্সিট পোলের মাধ্যমে। তবে এক্সিট পোলের সঙ্গে চূড়ান্ত ফলাফল যে মিলবেই এমন কথা হলফ করে বলা যায় না। আবার এক এক সংস্থার এক্সিট পোলে হিসেবের তারতম্যও থাকে।
রাজ্যের খবর জানতে পড়ুন, কী হবে বাংলার ফল, কী বলছে একজিট পোল?
অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষা বলছে অনায়াসে ম্যাজিক ফিগার (২৭২) পেরিয়ে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স) সরকার। অর্থাৎ ম্যাজিক ফিগার (২৭২) থেকে বেশ অনেকটাই এগিয়ে রয়েছে এনডিএ। ১৯৮৯ সাল থেকে জোট সরকারই ক্ষমতায় থেকেছে ২০১৪ এর লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত। ২০১৪ সালে ২৮২ টি আসনে জিতে কেন্দ্রে ক্ষমতায় আসে এনডিএ সরকার। এক্সিট পোল বলছে সেই ধারা অব্যহত থাকছে এবারও।
একনজরে দেখে নিন বিভিন্ন সংস্থার এক্সিট পোল
এক্সিট পোল সংস্থা বিজেপি কংগ্রেস অন্যান্য
রিপাবলিক টিভি-সি ভোটার ২৮৭ ১২৮ ১২৭
রিপাবলিক-জনকি বাত ৩০৫ ১২৪ ১১৩
টাইমস নাও-ভিএমআর ৩০৬ ১৪২ ৯৪
নিউজ নেশন ২৮২-২৯০ ১১৮-১২৬ ১৩০-১৩৮
টাইমস নাও সংস্থার এক্সিট পোল বলছে এনডিএ এবং ইউপিএ যথাক্রমে পাচ্ছে ৩০৬ এবং ১৩২ টি আসন। ১০৪ টি আসন পাবে অন্যান্য দল।
রিপাবলিক-জনকি বাতের অনুমান এনডিএ এবং ইউপিএ যথাক্রমে পাবে ৩০৫ এবং ১২৪ টি আসন।
ইন্ডিয়া টিভি-র এক্সিট পোল বলছে দিল্লিতে সাতটা আসনের ৭ টাই পাবে বিজেপি।
উত্তরপ্রদেশে সপা-বসপা জোট ২৬ টির কাছাকাছি আসন পেতে চলেছে।
পশ্চিমবঙ্গে সংখ্যা গরিষ্ঠতা পাবে তৃণমূলই। তৃণমূল কংগ্রেস পাচ্ছে ২৫-২৮ টি আসন। বিজেপি ৩-৭ টি আসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য টুইট করে বলেছেন এক্সিট পোল গুজবে তাঁর বিশ্বাস নেই।
I don’t trust Exit Poll gossip. The game plan is to manipulate or replace thousands of EVMs through this gossip. I appeal to all Opposition parties to be united, strong and bold. We will fight this battle together
— Mamata Banerjee (@MamataOfficial) May 19, 2019
আরও পড়ুন, বাংলায় বিজেপির বিরাট উত্থান, ধাক্কা তৃণমূলে, মত এক্সিট পোলের
টুডেজ চানক্যর এক্সিট পোল অনুযায়ী মধ্যপ্রদেশে ২৭টি আসন পাবে বিজেপি। কংগ্রেস পাবে ২টি আসন। প্রসঙ্গত, গতবছর সে রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ১০৯ টি আসন। ১১৪ টি আসনে জিতে ক্ষমতায় এসেছে কংগ্রেস।
রাজস্থানেও কয়েক মাস আগে বিজেপিকে ৩৮ টি আসনে হারিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস সরকার। এক্সিট পোল অনুযায়ী সেই রাজস্থানেও গেরুয়া শিবিরেরই জয় লাভের সম্ভাবনা। ১৬ টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস ২টি।
মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা আসনের মধ্যে এনডিএ পেতে পারে ৩৬ টি আসন। কংগ্রেস এবং এনসিপি ১১টি।
কেরালায় ১৩ টি আসন পেতে পারে কংগ্রেস। ৫ টি পেতে পারে বামেরা এবং ১ টি বিজেপি।
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস এর এক্সিট পোল বলছে বিহারে বিজেপি পেতে পারে ৩৮-৪০ আসন। কংগ্রেস ০-২ টি আসন।
আসামে বিজেপির ৮-১০ টা আসনে জেতার সম্ভাবনা। কংগ্রেসের ২ টি আসনে।
তেলেঙ্গানায়কে চন্দ্রশেখর রাও -এর টিআরএস -এর ১৩ টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের রয়েছে ২ টি আসনে জেতার সম্ভাবনা।
তবে বিভিন্ন সংস্থার এক্সিট পোলে যে আসন সংখ্যায় বিশাল পার্থক্য নেই, তাও নয়। নিউজ এক্স সংস্থা বলেছে এনডিএ পাবে ২৪২ টি আসন, ইউপিএ ১৬৪টি। আবার নিউজ ২৪ চাণক্য বলছে ৩৩৬ টি আসন পাবে এনডিএ। ইউপিএ পাবে ৯১টি আসন।