scorecardresearch

‘অনিচ্ছা’ কাটিয়ে সোমবারই মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে পারেন নীতীশ কুমার

আগামী সপ্তাহেই বিহারের মুখ্যমন্ত্রীপদে শপথ নিতে পারেন নীতীশ কুমার, বৃহস্পতিবার এমনটাই জানালেন জেডি (ইউ) প্রধানের ঘনিষ্ট সহকারী।

‘অনিচ্ছা’ কাটিয়ে সোমবারই মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে পারেন নীতীশ কুমার

তারিখ এখনও ঠিক হয়নি, তবে আগামী সপ্তাহেই বিহারের মুখ্যমন্ত্রীপদে শপথ নিতে পারেন নীতীশ কুমার, বৃহস্পতিবার এমনটাই জানালেন জেডি (ইউ) প্রধানের ঘনিষ্ট সহকারী। যদিও রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে যে সোমবারই শপথ নেবেন নীতীশ। ‘ভাই ফোঁটা’ বা ‘ভাই দুজের’ দিনই বেছে নিতে পারেন তিনি কারণ সেই দিনটিকে শুভ দিন হিসেবে মেনে চলা হয়।

বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়ক এবং জেডি (ইউ) এর অন্য কর্মীদের সঙ্গে দেখা করার পর দলপ্রধান পরে রাজ্য দলীয় সদর দফতর পরিদর্শন করবেন এমনটাই খবর। রাজভবন সূত্র জানায়, শপথ গ্রহণ অনুষ্ঠান কবে হবে সে সম্পর্কে তাঁরা কোনও খবর পাননি।

আরও পড়ুন, ভোটে কারচুপির অভিযোগ, পোস্টাল ব্যালট পুনর্গণনার দাবি নাছোড় তেজস্বীর

নিয়মানুযায়ী, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে নীতীশ কুমারকে রাজ্যপালের কাছে পদত্যাগের বিষয়টি বজায় রাখতে হবে। এনডিএর নবনির্বাচিত বিধায়করা এখনও আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করে এবং নীতীশ কুমারকে তাঁদের নেতা হিসেবে নির্বাচিত করতে হবে।

আরও পড়ুন, বিহারের মুখ্যমন্ত্রিত্ব গ্রহণে ‘অনিচ্ছুক’ নীতীশ, জোর করছে বিজেপি

এদিকে, বিহারে বিজেপির সঙ্গে জোট বাঁধলেও নির্বাচনে অত্যন্ত খারাপ ফল করায় ফের মুখ্যমন্ত্রী পদে বসতে ‘অনিচ্ছুক’ নীতীশ এমনটাই দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে সূত্র। যদিও মুখ্যমন্ত্রীপদে নীতীশ কুমারকেই পদে রাখতে চায় বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা নীতীশ কুমারকেই চতুর্থ বারের মত মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান এমনটাই সাফ জানিয়ে দেওয়া হয়।

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Bengali App.

Web Title: On monday as bihar cm nitish kumar may take oath