Advertisment

সপা-বসপা জোটে বিজেপি শঙ্কিত নয়, বললেন পীযূষ গোয়েল

‘‘সপা-বসপা প্রাক নির্বাচনী জোটে বিজেপি শঙ্কিত নয়। গ্রাউন্ড রিপোর্ট বলছে, ২০১৪ সালের ভোটের ম্যাজিক আমরা অটুট রাখব। ৫১ শতাংশ ভোট শেয়ারের কৌশল ঠিক করছি আমরা।’’

author-image
IE Bangla Web Desk
New Update
piyush goyal, পীযূষ গোয়েল

পীযূষ গোয়েল। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

লোকসভা ভোটে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে উত্তরপ্রদেশে জোট বেঁধেছে সপা-বসপা। জোট ঘোষণা করতে গিয়ে মায়াবতী বলেছিলেন, ‘‘আমাদের জোটে রাতের ঘুম উড়ে যাবে মোদী-শাহের।’’ বুয়া-বাবুয়ার জোটে বিজেপির ভোটব্যাঙ্কে কোনও ফারাক পড়বে না বলেই এবার সরব হলেন মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য পীযূষ গোয়েল। শুক্রবার মুম্বইয়ে রেলমন্ত্রী বলেছেন, ২০১৯ সালের লোকসভা ভোটে সপা-বসপা জোট বিজেপিকে টলাতে পারবে না।

Advertisment

সপা-বসপা জোট প্রসঙ্গে পীযূষ গোয়েল আরও বলেছেন, ‘‘সপা-বসপা প্রাক নির্বাচনী জোটে বিজেপি শঙ্কিত নয়। গ্রাউন্ড রিপোর্ট বলছে, ২০১৪ সালের ভোটের ম্যাজিক আমরা অটুট রাখব। ৫১ শতাংশ ভোট শেয়ারের কৌশল ঠিক করছি আমরা।’’ একইসঙ্গে তাঁর সরকারের উন্নয়নী দিক তুলে ধরে গোয়েল বলেছেন, সরকারের উন্নয়নমূলক কাজেরই রায় দেবে উনিশের ভোট।

বিরোধীদের নিশানা করে গোয়েল বলেছেন, ‘মজবুর’ ও ‘মজবুত’ সরকারের মধ্যে একজনকে বেছে নিতে হবে মানুষকে। মজবুত সরকারকে ভোট দিতে বাধ্য সাধারণ মানুষ। ইউপিএ সরকারকে বিঁধে রেলমন্ত্রী বলেছেন, ‘‘একজন দুর্বল প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন আগের সরকার দেশের স্বার্থে ভাল কিছু করেননি। এটা মানুষ বুঝেছেন। মোদীর নেতৃত্বাধীন মজবুত সরকারের হয়েই ভোট দেবেন মানুষ। ফির এক বার, মোদী সরকার।’’

আরও পড়ুন, মোদী-শাহর ঘুম উড়িয়ে’ সপা-বসপা জোট ঘোষণা অখিলেশ-মায়াবতীর

অন্যদিকে, ২০১৪ সালের লোকসভা ভোটের প্রতিশ্রুতি ‘অচ্ছে দিন’ কতটা পূরণ হয়েছে, এর জবাবে গোয়েল বলেন, ‘‘সাড়ে ৪ বছরে দেশবাসীর জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছে সরকার। আগামী দিনে আরও ভাল কাজ করবে সরকার।’’

কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প প্রসঙ্গে রেলমন্ত্রী বলেছেন,‘‘রেলওয়ে হাসপাতালগুলিকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা নিয়েছি। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো গরিবদের জন্য এই প্রকল্পের দাবি জানিয়েছে। দেশের প্রায় ১ লক্ষ হাসপাতালকে এই প্রকল্পের আওতায় আনা হবে।’’ অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণির সাধারণ মানুষের জন্য চাকরি ও শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রের ১০ শতাংশ সংরক্ষণ নীতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বলেও এদিন মন্তব্য করেছেন গোয়েল।

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে মোদী সরকারের উন্নয়নমূলক কাজ দেশবাসীর কাছে তুলে ধরার জন্য সংবাদমাধ্যমের মুখোমুখি হতে কেন্দ্রীয় মন্ত্রী ও শীর্ষ নেতাদের নির্দেশ দিয়েছেন বিজেপি নেতৃত্ব। গত সপ্তাহে দিল্লিতে দলের জাতীয় কনভেনশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Read the full story in English

bjp lok sabha 2019
Advertisment