২০১৪ সালে সৎ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল: মোদী

বিজেপি সভাপতি অমিত শাহের নির্ধারিত সাংবাদিক সম্মেলনে সকলকে অবাক করে দিয়ে মঞ্চে হাজির হন প্রধানমন্ত্রী। তবে তিনি সাংবাদিকদের জানিয়ে দেন, তিনি কোনও প্রশ্নের উত্তর দেবেন না।

বিজেপি সভাপতি অমিত শাহের নির্ধারিত সাংবাদিক সম্মেলনে সকলকে অবাক করে দিয়ে মঞ্চে হাজির হন প্রধানমন্ত্রী। তবে তিনি সাংবাদিকদের জানিয়ে দেন, তিনি কোনও প্রশ্নের উত্তর দেবেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi Interview to Indian Express: দেশই আমার অগ্রাধিকার, সেটাই আমার দেশপ্রেম

অমিত শাহর সঙ্গে নরেন্দ্র মোদী। (ফাইল ছবি: নীরজ প্রিয়দর্শী)

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে এবারের লোকসভা ভোটকে চমৎকার আখ্যা দিলেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি বলেন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে।

Advertisment

তিনি বলেন, "এবারের লোকসভা ভোট দারুণ (শানদার) হয়েছে। ইতিবাচক মনোভাবের সঙ্গে ভোট হয়েছে সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসবে সরকার। সম্ভবত এ ঘটনা ঘটছে দীর্ঘ দিন পর। এটা একটা বড় ঘটনা।"

আরও পড়ুন, “দুর্নীতি-মূল্যবৃদ্ধি ইস্যু নয়, ৩০০-র বেশি আসন পাবে বিজেপি”

বিজেপি সভাপতি অমিত শাহের নির্ধারিত সাংবাদিক সম্মেলনে সকলকে অবাক করে দিয়ে মঞ্চে হাজির হন প্রধানমন্ত্রী। তবে তিনি সাংবাদিকদের জানিয়ে দেন, তিনি কোনও প্রশ্নের উত্তর দেবেন না কারণ এটি অমিত শাহের নির্ধারিত সাংবাদিক সম্মেলন। এপ্রসঙ্গে তিনি বলেন বিজেপির শৃঙ্খলা মেনেই চলবেন তিনি।

Advertisment

প্রধানমন্ত্রী বলেন, নিজেদের বৈচিত্র্য ও গণতন্ত্র দিয়ে সারা পৃথিবীকে চমৎকৃত করা উচিত ভারতের। "আমি বিশ্বাস করি গর্বভরে পৃথিবীকে বলার মত কিছু জিনিস আমাদের রয়েছে। এটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, গণতন্ত্রের এই শক্তিকে সারা পৃথিবীর কাছে তুলে ধরার দায়িত্ব আমাদের। আমাদের উচিত বৈচিত্র্য ও গণতন্ত্র দিয়ে পৃথিবীকে চমৎকৃত করা।"

তিনি আরও বলেন ২০১৪ সালের ১৭ মে একটি সৎ সরকারের পথ চলা শুরু হয়েছিল। তার আগের দিনই লোকসভা ভোটের ফল প্রকাশিত হয়। তিনি বলেন, একটা সময় ছিল যখন ভোটের জন্য আইপিএলের খেলা ভারতের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল আর এই সরকারের আমলে রমজান ও ইস্টারের সময়েও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

Read the Full Story in English

bjp PM Narendra Modi