লোকসভা ভোটের আগে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন উত্তর ২৪ পরগণার ঠাকুরনগরের পর দুর্গাপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও তীক্ষ্ণ আক্রমণ করেন মোদী। তিনি বলেন, "তৃণমূল হলো ট্রিপল টি - তৃণমূল তোলাবাজি ট্যাক্স। এই নামেই সবাই চেনে। কলেজে ভর্তিতে পর্যন্ত তোলাবাজি চলছে। তৃণমূল সরকার আসলে উন্নয়ন বিরোধী সরকার। ওরা গরিব বিরোধী।"
এদিকে, গতকাল বাজেট পেশের পর মোদী সরকারকে কটাক্ষ করে মমতা বলেছিলেন, "ওরা আমাদের টুকলি করেছে। স্বাস্থ্যসাথী প্রকল্প আমরাই প্রথম চালু করি। আয়ুষ্মান প্রকল্পেরও আগে।" সেই আয়ুষ্মান প্রকল্প নিয়ে এদিন মমতার বিরুদ্ধে তীব্র আক্রমণ হানেন মোদী। বলেন, "আয়ুষ্মান প্রকল্প চালু হলে, এ রাজ্যের গরিবরা উপকৃত হতেন। তারপর তাঁরা মোদী, মোদী করতেন। কিন্তু মোদী শব্দ শুনে দিদি কী করতেন! সেই আশঙ্কা থেকেই দিদি বাংলার লাখ লাখ মানুষকে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করেছেন। এমন নিষ্ঠুরতা কোথাও দেখিনি। এই নিষ্ঠুর সরকারকে এক মুহূর্তের জন্যও আর রাখবেন না। গরিবের জীবন নিয়ে যাঁরা খেলছেন, তাঁরা শাস্তি পাবেনই।"
আরও পড়ুন, নাগরিকত্ব বিলকে সমর্থন করুন, মমতাকে আহ্বান মোদীর
মমতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দুর্গাপুরে মোদী বলেন, "কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত করছে না রাজ্য। আসলে সিন্ডিকেটের স্বার্থ না থাকলে তৃণমূল কোনও কাজ করে না।"
অন্যদিকে, রাজ্যের সিবিআই-বিরোধিতা প্রসঙ্গ টেনে মমতাকে হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, "গুজরাতের ঘটনার সময় আমাকেও সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। আপনিও তৈরি থাকুন। যদি দোষী না হন, তাহলে কীসের এত ভয়?" এরপর মোদী বলেন, "কখনও হেলিকপ্টার নামতে দিচ্ছে না, কখনও যাত্রা (রথযাত্রা কর্মসূচি) করতে দিচ্ছে না, সভায় আসা কর্মীদের গাড়িতে আগুন লাগাচ্ছে। আর কত খেলবেন এভাবে? হিংসার মাধ্যমে বিজেপিকে রোখা যাবে না। যত আটকাবেন, তত বাড়বে বিজেপি।"
আরও পড়ুন, জল্পনার অবসান! বড়মার সঙ্গে দেখা করলেন মোদী
দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে এদিন ফের কালো টাকা নিয়ে সরব হন মোদী। প্রধানমন্ত্রী বলেন, "দেশের এই চৌকিদার কালো টাকা রুখতে পদক্ষেপ নিয়েছে। গরিবদের পয়সা ওরা লুঠ করত। সেটা বন্ধ করেছে এই চৌকিদার। দুর্নীতি নিয়ে এত সোচ্চার হয়েছি বলেই আমার বিরোধিতা করা হচ্ছে। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবেই।" দুর্নীতি নিয়ে এদিন নাম না করে রাহুল-সোনিয়া গান্ধীদেরও নিশানা করে মোদী বলেন, "দেশের সবথেকে নামী একটা পরিবার, তারা তো কর ফাঁকির অভিযোগে এখন আদালতের দরজায় ঘুরছে।"
লোকসভা ভোটের আগে বিরোধীদের মহাজোট নিয়েও এদিন সোচ্চার হন মোদী। ১৯ জানুয়ারি মমতার ব্রিগেড সভাকে একহাত নিয়ে মোদী বলেছেন, "ব্রিগেডে যেসব নেতারা এসেছিলেন, তাঁদের কোনও না কোনও আত্মীয় দুর্নীতিতে জড়িত। গত চার বছরে ওঁদের কেউ কেউ তো একে অপরের মুখ পর্যন্ত দেখতেন না।"