Advertisment

Lok Sabha Election 2019: 'পাপ করেছেন', ভোট দিতে না পারা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মোদীর তিরস্কার

"দিজ্ঞি রাজা, আপনি বড় পাপ করেছেন। গণতন্ত্রের উৎসবে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, কিন্তু দিজ্ঞি রাজা দিলেন না"

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019 Live, modi, লোকসভা ভোট ২০১৯, মোদী

নরেন্দ্র মোদী।

১২ মে ছিল ষষ্ঠ দফার ভোট। ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী ছিলেন কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। ভোপালের ভোট পরিস্থিতি দেখতে নির্বাচনের দিন সারাক্ষণই দিগ্বিজয় সিংকে ঘুরতে হয়েছে। তাই ভোপাল থেকে ১৩০ কিলোমিটার দূরে রায়গড়ে নিজের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়াই হয়ে উঠল না কংগ্রেস নেতার। সেই প্রসঙ্গেই কংগ্রেস নেতাকে রীতিমতো তিরস্কার করলেন প্রধানমন্ত্রী।

Advertisment

"দিজ্ঞি রাজা, আপনি বড় পাপ করেছেন। গণতন্ত্রের উৎসবে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, কিন্তু দিজ্ঞি রাজা দিলেন না", রাতলাম জেলার এক জনসভায় বললেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন, “ভারতের প্রথম জঙ্গি ছিল এক হিন্দু”

ষষ্ঠ দফার নির্বাচনে রায়গড় লোকসভা কেন্দ্রে নিজের ভোটটি দিতে পারেননি দিগ্বিজয় সিং। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে এবার প্রার্থী হয়েছেন ভোপাল লোকসভা কেন্দ্র থেকে। বিরোধী বিজেপির প্রার্থী হলেন ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা।

"হ্যাঁ, আমি ভোট দিতে রায়গড় যেতে পারিনি। সে কারণে আমার আফশোসও রয়েছে। আগামী বার আমি ভোপাল থেকেই নিজের নাম নথিভুক্ত করব", জানিয়েছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

নরেন্দ্র মোদি অবশ্য বলেছেন দিগ্বিজয়ের ভোট না দেওয়ার সিদ্ধান্ত তার ঔদ্ধত্তের পরিচয় দেয়। দেশের গণতন্ত্রের প্রতি কংগ্রেস নেতার এতটুকু সম্মান নেই বলেই অভিযোগ প্রধানমন্ত্রীর।

"মানুষ তাদের পছন্দের জনপ্রতিনিধিদের ভোট দিচ্ছেন। আমিও আহমেদাবাদে ভোট দিয়ে এসেছি। অথচ দিগ্বিজয় সিং পারলেন না", বললেন মোদী।

Read the full story in English

Advertisment