Advertisment

Lok Sabha Election, 2019: গাড়ি থেকে উদ্ধার ১.৮ কোটি, বিজেপির বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

কংগ্রেসের তরফে এক সাংবাদিক বিবৃতিতে জানানো হয়েছে অরুণাচলে মোদীর সভা চলাকালীন মুখ্যমন্ত্রী খান্ডু, উপমুখ্যমন্ত্রী সিএম চউনা এবং রাজ্যের বিজেপি সভাপতির গাড়িতে মাঝরাতে তল্লাশি চালিয়ে ১.৮ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী

অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং রাজ্যের বিজেপি সভাপতি তাপির গাও-এর গাড়ি থেকে ১.৮ কোটি টাকা উদ্ধার করা হয়েছে, অভিযোগ আনল কংগ্রেস।

Advertisment

কংগ্রেসের তরফে এক সাংবাদিক বিবৃতিতে জানানো হয়েছে অরুণাচলে মোদীর সভা চলাকালীন মুখ্যমন্ত্রী খান্ডু, উপমুখ্যমন্ত্রী সিএম চউনা এবং রাজ্যের বিজেপি সভাপতির গাড়িতে মাঝরাতে তল্লাশি চালিয়ে ১.৮ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে তাপির গাও বলেন, "মেবো কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঙ্গি পারমের ব্যক্তিগত গাড়ি থেকে ওই টাকা উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে আমার কিম্বা মুখ্যমন্ত্রীর কোনও সম্পর্ক নেই। ওই টাকা দলের নয়"।

আরও পড়ুন, অভিষেক-পত্নী রুজিরাকে নোটিস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

খান্ডু এবং তাপের গাও-এর পদত্যাগ দাবি করে কংগ্রেস বলেছে, ভোটের জন্য টাকা নয়ছয় বিজেপির আসল চেহারাটা বার করে আনল। এই টাকা কি মোদীর পাসিরঘাটের জনসভার জন্য পাঠানো হয়েছিল আজ সকালে? এটা কি চৌকিদারের চোর হয়ে যাওয়ার স্পষ্টই উদাহরণ নয়"?

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী খান্ডু বললেন, "নির্বাচন কমিশন যদি তদন্ত করে, সত্যিটা বেরিয়ে আসবে। আমাদের কাছে খবর আছে, এক বিজেপি প্রার্থীর গাড়ি থেকে ওই টাকা উদ্ধার করা হয়েছে"।

সম্প্রতি এক ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিও-র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এখনও। সেখানে দেখা যাচ্ছে, নির্বাচন কমিশনের আধিকারিকের উপস্থিতিতেই টাকা গোনা হচ্ছে। কংগ্রেসের তরফে বিজেপির বিরুদ্ধে ভোটের নিয়ম ভঙ্গ এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

Read the full story in English

election commission lok sabha 2019
Advertisment