Advertisment

বাংলায় আকাশছোঁয়া সংক্রমণের জন্য দায়ী মোদী-পদত্যাগ করুন: মমতা

করোনা রুখতে কমিশনকে ভোটের দফা কমানোরও আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata ram navami bjp

মমতার নিশানায় বিজেপি।

ভোটের বাংলায় বাড়ছে সংক্রমণ। ভাঙছে অতীতে সব রেকর্ড। এই অবস্থার জন্য আগেই বিজেপির সব 'বহিরাগত' নেতাদের দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী। কড়া তোপে বিঁধেছেন প্রদানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সোমবার ব্যারাকপুরের প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে এই ইস্যুতে সুর আরও এককদম চড়ালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাংলায় করোনার আকাশছোঁয়া বাড়বাড়ন্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করলেন।

Advertisment

কী বলেছেন মমতা?

'করোনার হাত থেকে বাংলার মানুষদের বাঁচাবই, প্রয়োজনীয় সব পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে' বলে এদিন সকালেই টুইটে জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও, গতকাল প্রধানমন্ত্রীকে লেখার চিঠির উল্লেখ করে জানান, আরও ভ্যাকসিন ও ওষুধ পাঠানোর জন্য কেন্দ্রের কাছে রাজ্যের তরফে আবেদন করা হয়েছে।

আরও পড়ুন- করোনার জের, আগামিকাল থেকে বন্ধ রাজ্যের সব স্কুল

ব্যারাকপুর বিধানসভায় প্রচারমঞ্চে তৃণমূল নেত্রী বলেন, 'রাজ্যে আকাশছোঁয়া করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী প্রধানমন্ত্রী। ওনার পদত্যাগ করা উচিত। সংক্রমণ রুখতে কেন্দ্রের কোনও পরিকল্পনা নেই। প্রশাসনের ক্ষমতা নেই, সম্পূর্ণ অদক্ষতা উনি পরিকল্পনার কোনও উদ্যোগগ্রহণ করেননি, এমনকী কাউকে করতেও দেননি।'

আরও পড়ুন- বেলাগাম করোনা, কড়া পদক্ষেপের পথে রাজ্য, টুইটে ইঙ্গিত মমতার

উল্লেখ্য, রবিবারই নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, করোনা টিকাকরণ, অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিয়ে মোদীর হস্তক্ষেপের আর্জি জানান। মমতা দাবি করেন, করোনার চিকিৎসার জন্য রাজ্যের হাতে পর্যাপ্ত ওষুধ নেই। চিঠিতে তিনি লেখেন, 'আমাদের ৬,০০০ ভায়ালের মতো রেমডেসিভির এবং ১,০০০ ভায়াল টসিলিজুম্যাবের প্রয়োজন আছে। তবে আপাতত দৈনিক আমাদের হাতে মাত্র ১,০০০ ভায়াল থাকছে। আর টসিলিজুম্যাব আর আসছে না।'

একই সঙ্গে করোনা রুখতে কমিশনকে ভোটের দফা কমানোরও আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus West Bengal Election 2021 westbengal modi Mamata Banerjee West Bengal Assembly Election 2021
Advertisment