Advertisment

Lok Sabha Election 2019: "বিজেপিকে সাহায্য করার চেয়ে মরে যাওয়াও ভালো"

"এটা স্পষ্ট ওরা এখানে যথেষ্ট শক্তিশালী। নিজেদের জোরেই জিতবে ওরা। যেখানে ওরা সামান্য দুর্বল, সেখানে বিজেপির ভোট কাটতে আমাদের প্রার্থী দেওয়া হয়েছে"।

author-image
IE Bangla Web Desk
New Update
priyanka Gandhi, Exit Poll

প্রিয়াঙ্কা গান্ধী হাল ছাড়তে নিষেধ করেছেন

জিততে না পারলেও শুধুমাত্র বিজেপির ভোট কাটবে বলেই মহাগাটবন্ধনের শরিক না হয়ে কংগ্রেস নিজেদের প্রার্থী দিয়েছে বলে দিন দুয়েক আগেই মন্তব্য করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক এবার বললেন "বিজেপিকে সাহায্য করার চেয়ে মরে যাওয়াও ভালো"। রায়বরেলির এক রোড শো চলাকালীন প্রিয়াঙ্কা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানালেন, "উত্তরপ্রদেশে আমাদেরফলাফল কেমন হবে, জানিনা। কিন্তু জেতার মানসিকতা আছে আমাদের। বিজেপির বিরুদ্ধে সব জায়গায় শক্তিশালী প্রার্থী দিচ্ছি আমরা"।

Advertisment

জগতপুরের এক সভায় সমাজবাদী পার্টির কর্মীদের উদ্দেশে প্রিয়াঙ্কা বলেন, "আমার মা এখানকার প্রার্থী হয়েছেন। আগামী ৬ মে ভোট। আপনারা যে দলেরই সমর্থক হন না কেন, কেউ অস্বীকার করতে পারবেন না সনিয়া গান্ধী এখানকার উন্নয়নের জন্য কতটা কাজ করেছেন। রাস্তা তৈরি করেছেন, হাসপাতাল বানিয়েছেন। কিন্তু এখনও আরও অনেক্কিছু করা বাকি। আর তাই আপনাদের সুনিশ্চিত করতে হবে সনিয়া গান্ধী যেন বিপুল ভোটে জয়ী হতে পারেন।

মঞ্চে প্রিয়াঙ্কার সঙ্গে উপ্সথিত ছিলেন সমাজবাদী পার্টির সাংসদ মনোজ কুমার পাণ্ডে। উপ্সথিত জনতাদের মধ্যে থেকে স্লোগান উঠল 'প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ, অখিলেশ যাদব জিন্দাবাদ'।

আরও পড়ুন, ওড়িশায় ঘূর্ণিঝড় ‘ফণী’র তাণ্ডব, ভেঙে পড়ল বহু গাছ

প্রিয়াঙ্কা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানালেন "রায়বরেলির মানুষ আমাদের সমর্থন করে। আমরা ওদের সঙ্গে জোট বাধতে চেয়েছিলাম। কিন্তু ওদের সিদ্ধান্তকে আমরা সম্মান জানিয়েছি। আমরা এখান থেকে একাই লড়ছি। কিন্তু আমাদের এবং মহাগাটবন্ধনের উদ্দেশ্য একই"।

দিন কয়েক আগেই এসপি এবং বিএসপি প্রধানরা কংগ্রেসকে তোপ দেগে বলেছিল, "আমরা বিশ্বাস করি না, কংগ্রেস দুর্বল প্রার্থী দিয়েছে কোথাও। কোনও দল তা করে না। মানুষ কংগ্রেসের সঙ্গে নাই। তাই অজুহাত দিচ্ছেন ওরা। বিজেপির মতো কংগ্রেসও এসপি বিএসপি জোট নিয়ে ভুল্ভাল্কথা বলা শুরু করেছে। এটা স্পষ্ট কংগ্রেস এবং বিজেপির মধ্যে বোঝাপড়া হয়েছে। দুই দল হাতে হাত রেখে আমাদের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে"।

বুধবার প্রিয়াঙ্কা বলেছিলেন, "এটা স্পষ্ট ওরা এখানে যথেষ্ট শক্তিশালী। নিজেদের জোরেই জিতবে ওরা। যেখানে ওরা সামান্য দুর্বল, সেখানে বিজেপির ভোট কাটতে আমাদের প্রার্থী দেওয়া হয়েছে"।

Priyanka Gandhi CONGRESS General Election 2019 election commission
Advertisment